বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, মাঘ ৯ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন, ‘সম্ভবত তাই’ উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট করা হয়েছে: তারেক রহমান নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম জঙ্গল ছলিমপুরে র‌্যাব সদস্য নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ নির্বাচনে প্রার্থীদের ঋণের বোঝা ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা নির্বাচন: ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন ইয়েমেনে সরকারপন্থী বহরে হামলা, নিহত ৫ শ্বশুরবাড়ি গিয়ে ভোট চাইলেন তারেক রহমান ভোটে ৫১ দল: ধানের শীষের ২৮৮ প্রার্থী, দাঁড়িপাল্লার ২২৪ আড়াই লাখ টাকা ছাড়াল সোনার ভরি যুক্তরাষ্ট্র ‘বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির’ মধ্য দিয়ে যাচ্ছে: ট্রাম্প ইউরোপকে আরও কঠোর হতে হবে : ইইউ প্রধান ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে সম্মত নেতানিয়াহু

জাতীয়

নির্বাচন: ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন

 প্রকাশিত: ১৩:৫৯, ২২ জানুয়ারি ২০২৬

নির্বাচন: ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ফেইসবুক পেইজে এই সেল গঠনের তথ্য দেওয়া হয়েছে। পাশাপাশি ফোন নম্বর দিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সেলের সাথে যে সব নম্বরে যোগাযোগ করা যাবে সেগুলো হল: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০-০৬৪২২৭।

দুইটি মোবাইল নম্বরের মধ্যে একটিতে যোগাযোগ করা হলে দেবব্রত মণ্ডল নামের ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ধরেন।

তিনি বলেন, "গঠিত সেলে যু্গ্ম সচিব, উপ সচিব আছেন একজন করে। তাছাড়া পুলিশ, বর্ডার গার্ড, কোস্ট গার্ড, আনসার, র‍্যাব ও এসবির প্রতিনিধিসহ ১৩ জনের একটি টিম কাজ করছে।"

পালা তৈরি করে তারা তাদরে দায়িত্ব পালন করতে হচ্ছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, প্রতি কেন্দ্রে অন্তত ১৫ জন সদস্য ছাড়াও সিসি ক্যামেরা ও পুলিশ সদস্যদের শরীরেও ক্যামেরা থাকবে। নিরাপত্তায় ওড়ানো হবে ড্রোন।

সেনাবাহিনীর ১ লাখের বেশি সদস্য থাকার তথ্য দিয়ে শফিকুল আলম বলেন, নৌবাহিনী থাকবে ৫ হাজারের উপরে ও বিমান বাহিনী থাকবে ৩ হাজার ৭৩০ জন। পুলিশের থাকবে দেড় লাখ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার সদস্য। বিজিবির থাকবে প্রায় ৩৮ হাজার ও কোস্টগার্ড থাকবে সাড়ে ৩ হাজার, ফায়ার সার্ভিসের থাকবে ১৩ হাজার ৩০৯ সদস্য।

“এই প্রথমবারের মতো ফায়ার সার্ভিসকে যুক্ত করা হল। যাতে তারা দ্রুত রেসপন্স করতে পারেন। ফায়ার দুর্ঘটনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।”

এবারের নির্বাচনে পাঁচশর মতো ড্রোন থাকবে। সরকারি সংস্থাগুলো এসব ড্রোন পরিচালনা করবে।