মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫, পৌষ ৯ ১৪৩২, ০৩ রজব ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ামারের সৈকতে ১৪ লাশ উদ্ধার

 প্রকাশিত: ১১:১৬, ২৪ মে ২০২২

মিয়ামারের সৈকতে ১৪ লাশ উদ্ধার

মিয়ানমারের একটি সৈকত থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় উদ্ধারকারী দল জানিয়েছে, কিছু রোহিঙ্গা নৌযানে করে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। 

ইয়াঙ্গুন থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পাথেইন জেলার পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তুন শোয়ে বলেছেন, ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, নৌকার মালিকসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর এএফপি’র।

নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমার রেসকিউ অর্গানাইজেশন প্যাথেইন-এর একজন সদস্য বলেছেন, এর আগে রোববার তারা ৮টি মৃতদেহ উদ্ধার করেছিল যারা সবাই রোহিঙ্গা।