সোমবার ১৯ জানুয়ারি ২০২৬, মাঘ ৬ ১৪৩২, ৩০ রজব ১৪৪৭

ব্রেকিং

‘হ্যাঁ’তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ ৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ হচ্ছে শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল রুমিন ফারহানাকে শোকজ, সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দাবি না মানলে নির্বাচন ভবনের ফটক অবরোধের হুঁশিয়ারি ছাত্রদলের অর্থ আত্মসাৎ: এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু আলিফ হত্যা: চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ কুর্দিদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা ইরানের সরকারবিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে মিছিল সংসদ-গণভোট: ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ২২ জানুয়ারি স্পেনে দুই হাইস্পিড ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক

ইউক্রেনীয়দের জোর করে নিজেদের ভূখণ্ডে নিচ্ছে রাশিয়া?

 প্রকাশিত: ১৬:১৩, ১৩ মে ২০২২

ইউক্রেনীয়দের জোর করে নিজেদের ভূখণ্ডে নিচ্ছে রাশিয়া?

রাশিয়া হাজার হাজার ইউক্রেনীয়কে জোরপূর্বক তাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের গতকালের এ অভিযোগ ইতোপূর্বেকার  ইউক্রেন সরকারের এ সংক্রান্ত
একটি দাবিকে সমর্থন করে। ইউক্রেন বলছে-তাদের প্রায় ১২ লাখ নাগরিককে রুশ
নিয়ন্ত্রিত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে এবং এদের তথাকথিত ‘ ফিলট্রেশন ক্যাম্পে
’ রাখা হয়েছে। আটককৃত লোকদের জিজ্ঞাসাবাদ করছে মস্কো।

ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় কর্মরত মার্কিন দূত মাইকেল কারপেন্টার
ভিয়েনায় বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- এসব ক্যাম্পে ‘ নির্মম জিজ্ঞাসাদ’
চলছে।

কারপেন্টার বলেন, কেবল মারিওপোল থেকেই কয়েক হাজার লোককে নিয়ে যাওয়া
হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, জীবিত ঐ ব্যক্তির আশংকা
আটকৃতদের পূবাঞ্চলীয় দোনেটস্ক এলাকায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাদের
আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

গত সোমবার পেন্টাগন জানায়, ইউক্রেনের লোকদের জোর করে রাশিয়ায় নিয়ে
যাওয়ার লক্ষণ তারা দেখেছে, অবশ্য কোন সংখ্যা বলা হয়নি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলনস্কি গত এপ্রিলের গোড়ার দিকে
বলেছিলেন, কয়েক হাজার লোককে রুশ ভূখন্ডে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য
ওমবাসওমেন লিউদম্যালা সম্প্রতি জানিয়েছেন, এই সংখ্যা এখন প্রায় ১২ লাখ, এর
মধ্যে অন্তত দুই লাখ শিশু রয়েছে।