শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ওমিক্রন ছড়িয়েছে ৮৯ দেশে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 আপডেট: ২০:৫৩, ১৯ ডিসেম্বর ২০২১

ওমিক্রন ছড়িয়েছে ৮৯ দেশে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মরণব্যাধি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এক মাসেরও কম সময়ের মধ্যে বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে এটি। এখন পর্যন্ত বিশ্বের ৮৯টি দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের এই ধরণটি। এমনটি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ ঘটেছে সেসব এলাকায় প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।
ডব্লিউএইচও’র এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব দেশের মানুষের মধ্যে উচ্চ মাত্রার সুরক্ষা রয়েছে সেসব দেশেও ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। তবে এর কারণ ওমিক্রনের সুরক্ষা এড়াতে পারার সক্ষমতা, নাকি সংক্রমণ ছড়ানোর অতিরিক্ত ক্ষমতা কিংবা উভয় কারণের সমন্বয় তা এখনও স্পষ্ট নয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: