উন্নয়নই হবে বিএনপির মূল লক্ষ্য: সাবেক এমপি হাবিব

সাতক্ষীরা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশের উন্নয়ন করাই হবে বিএনপির মূল লক্ষ্য।
আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ‘নির্বাচিত হলে কোনো অন্যায় কাজে জড়াবো না এবং কাউকে অন্যায় কাজে প্ররোচিত করবো না।’
বুধবার খলিশখালী বাজারে সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিব বলেন, ‘আমি এই এলাকার যথেষ্ট উন্নয়ন করেছি, পাটকেলঘাটাকে থানা করেছি, এবার এটিকে উপজেলা করার ইচ্ছা আছে।’
সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ নুর আহম্মাদকে সভাপতি, শেখ আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক এবং মোল্লা জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম সম্পাদক করে খলিশখালী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহম্মাদের সভাপতিত্ব সম্মেলন সঞ্চালনা করেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান।