বুধবার ২২ অক্টোবর ২০২৫, কার্তিক ৬ ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ডেঙ্গু: এ বছর মৃত্যু ২৫০ ছাড়াল ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প একনেক সভায় অনুমোদন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না: আমীর খসরু প্রধান উপদেষ্টার আশা, শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন জোবায়েদ-বর্ষা-মাহিরের প্রেমের দ্বন্দ্বে খুন, গ্রেপ্তার ৩ শাহজালালে আগুন: নিজেদের দায় এড়ালেন বেবিচক চেয়ারম্যান বাসা ভাড়া বাড়ানোর ঘোষণায় এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি ‘অর্থ পাচার’: ১০ শিল্পগোষ্ঠীর তালিকা থেকে জেমকন বাদ, যোগ হল প্রিমিয়ার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে ‘পাচারকারীদের সঙ্গে জড়িত রাশিয়া’

স্বাস্থ্য

ডেঙ্গু: নভেম্বরে দেড়শর বেশি মৃত্যু

 প্রকাশিত: ১৯:১৪, ২৬ নভেম্বর ২০২৪

ডেঙ্গু: নভেম্বরে দেড়শর বেশি মৃত্যু

বাংলাদেশে গত একদিনে ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, মশাবাহিত এ রোগে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭১ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের ১৫৬ জনের মৃত্যু হয়েছে চলতি নভেম্বর মাসে। অক্টোবর মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ জন রোগী। তাতে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ হাজার ৭১৫ জন।

যে ১০ জন মারা গেছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন করে মোট ছয় জন মারা গেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন, চট্টগ্রাম বিভাগে একজন এবং ঢাকা বিভাগে একজন করে মোট চার জনের মৃত্যু হয়েছে।

নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৪৫ জন, ঢাকা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহে ৩৮ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ১৪৬ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৪ হাজার ৭২২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৫২২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩৭৩ জন; আর ২১৪৯ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৩ হাজার ১৭০ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৫৪৫ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

নভেম্বরের ২৬ দিনে ২৬ হাজার ৮৯৮ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৫৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।