স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫
গত সপ্তাহে দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে সংঘটিত ভয়াবহ উচ্চগতির ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।
এই ট্রেনের ধ্বংসাবশেষ থেকে গতকাল তদন্তকারীরা বৃহস্পতিবার আরও দুটি লাশ খুঁজে পাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে গিয়ে এ সংখ্যায় দাঁড়িয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির সিআইডি গত রোববারের দুর্ঘটনার তথ্য সংগ্রহ করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিবৃতিতে চূড়ান্ত এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
আন্দালুসিয়ার জরুরি পরিষেবার একজন মুখপাত্র এর আগে এএফপিকে বলেছেন যে রাষ্ট্রীয় কোম্পানি রেনফ পরিচালিত ট্রেন থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে, যা বেসরকারি কোম্পানি ইরিওর আরেকটি ট্রেনকে ধাক্কা দেয় এবং রেললাইনের ওপর চলে আসে।
এই সংঘর্ষে ১২০ জনেরও বেশি লোক আহত হয় এবং এর কয়েকদিন পরেই আরও রেল দুর্ঘটনা ঘটে।
এই ঘটনাগুলো স্পেনে ট্রেন ভ্রমণের নিরাপত্তা নিয়ে সন্দেহ জাগিয়ে তুলেছে, যা ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চ-গতির নেটওয়ার্কের গর্বিত একটি শীর্ষ পর্যটন কেন্দ্র।
গত রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলে দুটি উচ্চ-গতির ট্রেনের সংঘর্ষের পর স্পেন তিন দিনের জাতীয় শোক পালন করেছে।
এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশের সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনা।
সিভিল গার্ডের তদন্তকারী ইউনিটের প্রধান ফার্নান্দো ডোমিঙ্গেজ সাংবাদিকদের বলেন, উদ্ধার কর্মীরা ক্ষতিগ্রস্ত দুটি বগি থেকে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানোর পর শেষ দুটি লাশ উদ্ধার করেছে।
সিআইডি অনুসারে জানা গেছে, এই ঘটনায় মৃত ৪৫ জনের মধ্যে মরক্কো, রাশিয়া ও জার্মানির তিন জন নারী ছাড়া সকলেই স্প্যানিশ নাগরিক।