শনিবার ২৫ অক্টোবর ২০২৫, কার্তিক ১০ ১৪৩২, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি : ডব্লিওএইচও চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ব্রাজিলের লুলা রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস | পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

শিক্ষা

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চবির মূল ফটকে তালা

 প্রকাশিত: ১৩:৫৪, ১৫ এপ্রিল ২০২৫

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চবির মূল ফটকে তালা

সিএনজি অটোরিকশা চালকের সঙ্গে বাকবিতন্ডার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মূল ফটকে তালা দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে ৯টার দিকে মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। এদিকে ফটক তালাবদ্ধ থাকায় সকাল থেকে যান চলাচল বন্ধ ছিলো।তবে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাসে বেলা ১১টার দিকে তালা খুলে দেওয়া হয়।

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর সুলতানুল আরেফিন চবির রাজনীতিবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব। তবে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুলতানুল আরেফিনকে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য বলে আখ্যায়িত করে বেশকিছু স্ট্যাটাস দেওয়া হয়। পাশাপাশি এনসিপির সদস্যরা মূল ফটকে তালা দিয়ে আন্দোলন করছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সুলতানুল আরেফিন বলেন, আমি গতকাল (১৪ এপ্রিল)  রাত সাড়ে ১০টার দিকে নববর্ষের অনুষ্ঠান শেষে বাইক নিয়ে যাওয়ার পথে রেলক্রসিং এলাকায় এক সিএনজি চালক আমার পায়ে তার গাড়ি তুলে দেয়। এতে উভয়ের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি সমাধান হয়ে গেলেও পরে কিছু স্থানীয় মানুষ আমার বাইকে বিশ্ববিদ্যালয়ের লোগো দেখতে পেয়ে আমাকে মারধর করে।  

তিনি বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানালেও তাদের কোনো সাড়া পাইনি। এরপর রাত ২টায় উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন স্যারকে ফোন দিলে তিনি আমাদের বলেছিলেন সকাল ৮টায় তিনি এখানে আসবেন, কিন্তু আসেননি।  

আন্দোলনকারী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. আব্দুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গতকালের ঘটনায় প্রক্টরদের ফোন করলেও তাদের কোনো সাড়া নেই। ক্যাম্পাসে সিএনজি অটোরিকশা চালকদের দৌরাত্ম নতুন কিছু নয়। কিন্তু এগুলোর কোনো সমাধান পাওয়া যায় না। এসব কারণে গতকাল রাত থেকে আমরা মূল গেইটে তালা দিয়েছি।  

চবি সিএনজি স্টেশনের লাইন সেক্রেটারি মো. সেকান্দার বলেন, ঘটনাটি আমি সকালে জানতে পেরেছি। ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে ওই চালকের ছবি দেখেছি। তিনি আমাদের সমিতির সদস্য নন, বহিরাগত। সমিতির সদস্য হলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারতাম।

চবির সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, গতকাল (সোমবার) রাতে আমাদের এক শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনাটি জানতে পেরেছি। এটি খুবই ন্যাক্কারজনক। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে মূল ফটক বন্ধ থাকলে সবার মাঝে একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হবে। আমরা সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে ও নিরাপত্তায় আছি।