কুমিল্লা-১০: বিএনপির ‘বিদ্রোহী’ মোবাশ্বের আলমের ভোটের পথ খুলল
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির ‘বিদ্রোহী’ মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।
এর ফলে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা এই নেতার নির্বাচনের পথ খুলল। তবে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়া এখনো অনিশ্চিতই রয়ে গেছে।
রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই আদেশ দিয়েছে বলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে।
মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী জমির উদ্দিন সরকার। নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।
লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে কুমিল্লার এই আসনে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিয়ে আবুদল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
তবে মোবাশ্বের আলমও মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপের অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয় বিএনপির এই ‘বিদ্রোহীর’।
মোবাশ্বের আলম রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও সেটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাই কোর্টে রিট আবেদন করেন।
এদিকে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করায় আপিলে নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিল হয় বিএনপির প্রার্থী গফুর ভঁইয়ার।
নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তার দায়ের করা রিট আবেদন গেল ২২ জানুয়ারি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বিএনপির সাবেক এই এমপির প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম ছিদ্দিকি।
গেল ১৮ জানুয়ারি ঢাকায় নির্বাচন ভবনে উভয় পক্ষের আপিল শুনানি শেষে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় ইসি।
এরপর ২১ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন।