হাসিনা পরিবারের মামলার রায় ঘিরে আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্লট দুর্নীতির মামলার রায় ঘিরে ঢাকার আদালত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও এর আশপাশে বাড়তি পুলিশ সদস্য মেতায়েনের পাশাপাশি বিপুল সংখ্যক বিজিবি সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
আদালতের প্রধান ফটকগুলোসহ পুরো প্রাঙ্গণে তারা বাড়তি সতর্কতায় অবস্থান করছেন, প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও প্রিজনভ্যান।
প্রধান ফটক হয়ে কেউ প্রবেশ করতে চাইলে ‘সন্দেহজনক’ মনে হলে তাকে তল্লাশির আওতায় আনা হচ্ছে।
আদালত এলাকায় পুলিশের ‘প্রচুর সদস্য’মোতায়েন থাকার কথা জানিয়েছেন লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান সামী।
তিনি বলেন, “আমাদের পরিপূর্ণ প্রস্তুতি রয়েছে, যাতে রায় ঘিরে কেউ নাশকতা কেউ না করতে পারে। আদালত প্রাঙ্গণসহ চারপাশে আমাদের প্রচুর লোকজন আছে।”
পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা সামী।
ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠা আকারের তিনটি প্লট বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দুর্নীতি করেছিলেন কি না—সেই সিদ্ধান্ত এদিন দেবে আদালত।
ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ওই তিন মামলার রায় ঘোষণা করবেন।
হাসিনা পরিবারের তিনজন ছাড়াও এ তিন মামলায় আরো ২০ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন কেবল একজন। কারাগারে থাকা রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়েছে।
শেখ পরিবার ছাড়া অন্য আসামিরা হলেন—সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার ও কাজী ওয়াছি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) হাফিজুর রহমান, হাবিবুর রহমান ও নায়েব আলী শরীফ, সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি-২) কামরুল ইসলাম, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মাজহারুল ইসলাম।
জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা প্রাণদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত বছরের ৫ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। এর মধ্যে শেখ হাসিনার প্রথম দুর্নীতি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে বৃহস্পতিবার।