বুধবার ২৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১২ ১৪৩২, ০৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

হাসিনাকে ফেরাতে আগের চিঠির উত্তর পাইনি, এবার পাব: পররাষ্ট্র উপদেষ্টা বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাণ্ড: মির্জা ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫ ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর: জাতিসংঘ সারা দেশে ৫ ডিসেম্বর বিক্ষোভ-মিছিলের ডাক ‘স্কপের’ লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, ৪ মৃত্যু এবার ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২ পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ৩৩ কর্মকর্তা দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ মার্কিন শান্তি পরিকল্পনার সংশোধনীকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি লেবাননে ইসরাইলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ গাজার ‘অস্তিত্ব’ হুমকির মুখে, জাতিসংঘের সতর্কতা

আন্তর্জাতিক

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, ৪ মৃত্যু

 প্রকাশিত: ১৭:৩৭, ২৬ নভেম্বর ২০২৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, ৪ মৃত্যু

হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন বড় ধরনের আগুন লেগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

রয়টার্স জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।

বিকাল ৫টার দিকে সাতজনকে চিকিৎসার জন্য দুটি হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়। দগ্ধ দুজনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপর একজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।

যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন দমকল কর্মী বলে নগরীটির দমকল বিভাগ বিবিসিকে জানিয়েছে। ৩১তলা ভবনগুলোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মীও আহত হয়েছেন।

গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, বহুতল ভবনগুলোর নিচে থেকে ওপর পর্যন্ত আগুন জ্বলছে আর সেগুলো থেকে ঘন ধূসর ধোঁয়া বের হচ্ছে। জরুরি বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পানি ছিটাচ্ছেন।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, ভবনগুলোর ভেতর বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। তবে ঠিক কতোজন আটকা পড়ে আছেন তা তাদের জানা নেই বলে দমকল বিভাগ জানিয়েছে।

ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ঘটনাস্থলের কাছে উড়াল হাঁটাপথগুলোতে বহু মানুষ জড়ো হয়েছেন। ভবনগুলোর কয়েকটিতে বাইরের দিকে বাঁশের ভারা লাগানো আছে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপ্লেক্সটির নিচের রাস্তায় ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্সগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।

দমকল বিভাগ জানিয়েছে, তারা দুপুর ২টা ৫১ মিনিটে আগুন লাগার খবর পায়। ৩টা ৩৪ মিনিটে তারা ঘটনাস্থলে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ৪ নম্বর অ্যালার্ম জারি করে।

হংকংয়ের পরিবহন বিভাগ জানিয়েছে, আগুনের কারণে তাই পো সড়কের ওই পুরো অংশটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাসগুলোকে অন্যপথ দিয়ে গন্তব্যের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

হংকংয়ের দুটি প্রধান মহাসড়কে মধ্যে একটি হল এই তাই পো সড়ক।