বুধবার ২৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১২ ১৪৩২, ০৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

হাসিনাকে ফেরাতে আগের চিঠির উত্তর পাইনি, এবার পাব: পররাষ্ট্র উপদেষ্টা বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাণ্ড: মির্জা ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৫ ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর: জাতিসংঘ সারা দেশে ৫ ডিসেম্বর বিক্ষোভ-মিছিলের ডাক ‘স্কপের’ লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন, ৪ মৃত্যু এবার ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলা, আহত ২ পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ৩৩ কর্মকর্তা দক্ষিণ থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ মার্কিন শান্তি পরিকল্পনার সংশোধনীকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি লেবাননে ইসরাইলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ গাজার ‘অস্তিত্ব’ হুমকির মুখে, জাতিসংঘের সতর্কতা

জাতীয়

সারা দেশে ৫ ডিসেম্বর বিক্ষোভ-মিছিলের ডাক ‘স্কপের’

 আপডেট: ১৭:৫০, ২৬ নভেম্বর ২০২৫

সারা দেশে ৫ ডিসেম্বর বিক্ষোভ-মিছিলের ডাক ‘স্কপের’

চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) অবরোধ থেকে ৫ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের দেওয়ার ‘পাঁয়তারা’ এবং লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ অবরোধ করে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

পরে সংগঠনটির নেতা ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি আগামী ৫ ডিসেম্বর সারা দেশের সবগুলো জেলায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

“চট্টগ্রামে এই কর্মসূচি পালন করা হবে ৫ ডিসেম্বর বিকালে পুরাতন রেল স্টেশন চত্বরে। বিক্ষোভ সমাবেশ শেষে মশাল মিছিল বের করা হবে।”

এর আগে বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম বন্দরে প্রবেশের তিনটি পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে স্কপের নেতাকর্মীরা। তাদের এ কর্মসূচিতে সমর্থন দিয়ে অংশ নেয় বাম গণতান্ত্রিক জোট এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরাও।

তবে বেলা ১টা পর্যন্ত অবরোধের কথা থাকলেও এক ঘণ্টা আগে বেলা ১২টার দিকে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা।

স্কপের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমাদের অবরোধ কর্মসূচি সংক্ষিপ্ত করার অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করি।”

চট্টগ্রাম বন্দর ও আশেপাশের এলাকায় সভা সমাবেশের ওপর পুলিশি নিষেধাজ্ঞা থাকায় বন্দরে প্রবেশের তিনটি পয়েন্ট বড়পোল মোড়, সিম্যান্স হোস্টেল গেইট এবং বন্দর টোল প্লাজার মোড়ে অবস্থান নেন স্কপের কর্মীরা। তারা সকাল ১০টার পর অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

টোল প্লাজা এলাকায় অবরোধে ছিলেন স্কপ নেতা তপন দত্ত, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ও বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন।

বড়পোল মোড়ে অবরোধ কর্মসূচিতে ছিলেন কমিউনিস্ট পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতনের পাশাপশি ট্রেড ইউনিয়ন সংঘের খোরশেদুল আলম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ফজলুল কবির মিন্টু, বাসদ নেতা শফিউ্দ্দিন কবীর আবিদ ও আল কাদেরি জয়।

তাদের অবরোধের কারণে বন্দরমুখী কভার্ডভ্যান, ট্রাক, ট্রেইলার চলাচল বন্ধ হয়ে যায়।