সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, মাঘ ১৩ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ইস্তাম্বুলের আদুরে পথবিড়াল : সুলতানের মতো জীবন যুক্তরাষ্ট্রের দক্ষিণ থেকে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড় ভোটের ছুটির প্রজ্ঞাপন জারি ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহান ৪ দিনের রিমান্ডে জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা চানখাঁরপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড ব্যাংক থেকে কর্পোরেট ঋণ কমানো হবে: গভর্নর ৩ দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ উত্তরের মানুষ মৈত্রী হাসপাতালে পাবেন উন্নত চিকিৎসা: ইউনূস লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ভর্তি ৬ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি সোনা ও রুপার দামে ফের রেকর্ড ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৮ মেক্সিকোর ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা

শিক্ষা

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

 প্রকাশিত: ১৭:২৯, ২৩ জানুয়ারি ২০২৬

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে টিসি ও পিসি নম্বর প্রেরণের সময়ও বাড়ানো হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল ২২ জানুয়ারি বোর্ডের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ এবং টিসি ও পিসি নম্বর এন্ট্রি করতে পারবেন।

বর্ধিত সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের কাজ আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। এছাড়া ৩০০ টাকা বিলম্ব ফিসহ ৬ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি (৩০০ টাকা) ও প্রতিষ্ঠান জরিমানা (২ হাজার ৫০০ টাকা)-সহ ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২১ সেশনের যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করা হয়েছে কিন্তু বর্তমানে ‘প্রোবেবল লিস্ট’-এ নাম নেই, তাদের নাম আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে বোর্ড কর্তৃপক্ষ ফাইনাল লিস্টে অন্তর্ভুক্ত করে দেবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের ফরম পূরণ সম্পন্ন করতে পারবে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর তারিখে প্রকাশিত মূল বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।