সোমবার ২৬ জানুয়ারি ২০২৬, মাঘ ১৩ ১৪৩২, ০৭ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ইস্তাম্বুলের আদুরে পথবিড়াল : সুলতানের মতো জীবন যুক্তরাষ্ট্রের দক্ষিণ থেকে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড় ভোটের ছুটির প্রজ্ঞাপন জারি ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহান ৪ দিনের রিমান্ডে জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা চানখাঁরপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড ব্যাংক থেকে কর্পোরেট ঋণ কমানো হবে: গভর্নর ৩ দিনের সফরে খুলনা-ময়মনসিংহ বিভাগে যাচ্ছেন জামায়াত আমির দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ উত্তরের মানুষ মৈত্রী হাসপাতালে পাবেন উন্নত চিকিৎসা: ইউনূস লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ভর্তি ৬ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি সোনা ও রুপার দামে ফের রেকর্ড ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, নিখোঁজ ২৮ মেক্সিকোর ফুটবল মাঠে ১১ জনকে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা

শিক্ষা

পরীক্ষায় অসদুপায় অবলম্বন: কারিগরি বোর্ড

 প্রকাশিত: ১৭:২৭, ২৩ জানুয়ারি ২০২৬

পরীক্ষায় অসদুপায় অবলম্বন: কারিগরি বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণি সমাপনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির তালিকা প্রকাশ করা হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা ও শাস্তির সিদ্ধান্ত জানানো হয়েছে। গতকাল বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে কারিগরি বোর্ড জানায়, ২০২৫ সালের নবম শ্রেণির সমাপনী পরীক্ষায় দেশের বিভিন্ন কেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় মোট ২৩ জন শিক্ষার্থীকে শৃঙ্খলা কমিটির মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

বোর্ডের ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা-২০১২’ এর পরিশিষ্ট-গ অনুযায়ী এসব শিক্ষার্থীর অপরাধের ধরণ বিবেচনা করে শাস্তির ধারা (যেমন: ১.২, ১.৩, ১.৪ ইত্যাদি) নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তাদের শাস্তির ধরণ সম্পর্কে বোর্ডের নীতিমালা অনুসরণ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। বহিষ্কৃত এই শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সেশন উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ তালিকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।