শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, মাঘ ১০ ১৪৩২, ০৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ওয়াশিংটনকে ইরানের হুঁশিয়ারি, আলোচনার আভাস ট্রাম্পের আগাম নির্বাচনের লক্ষ্যে সংসদ ভাঙছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ কেবল বিএনপি পালায় না: তারেক রহমান ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ লাগবে না তো: নাহিদ চাঁদা নেব না, নিতেও দেব না: শফিকুর রহমান ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে: তারেক রহমান ভারতে যাবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেও বদল নেই সিদ্ধান্তে নির্বাচন ঘিরে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি ‘মানবতাবিরোধী অপরাধ’: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার শুরুর আদেশ হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন, ‘সম্ভবত তাই’ উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট করা হয়েছে: তারেক রহমান নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম রিমান্ড শেষে কারাগারে আবেদ আলী নির্বাচনে প্রার্থীদের ঋণের বোঝা ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা ইয়েমেনে সরকারপন্থী বহরে হামলা, নিহত ৫ ভোটে ৫১ দল: ধানের শীষের ২৮৮ প্রার্থী, দাঁড়িপাল্লার ২২৪ যুক্তরাষ্ট্র ‘বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির’ মধ্য দিয়ে যাচ্ছে: ট্রাম্প

শিক্ষা

মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টা

 প্রকাশিত: ১৬:৩৭, ২২ জানুয়ারি ২০২৬

মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টা

দেশে মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ বুধবার রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। 

অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, নৈতিক মূল্যবোধ রক্ষা এবং সমাজের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও সামাজিক সচেতনতার সঙ্গে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শিক্ষা উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিকতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

বিজ্ঞান ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার কোনো বিকল্প নেই। তিনি মহাকাশ বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আইইউবি-এর গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

শিক্ষা উপদেষ্টা উচ্চশিক্ষায় সমতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ ব্যয় অনেক মেধাবী শিক্ষার্থীর জন্য অন্তরায়। তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের পক্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন শিক্ষা উপদেষ্টা। 

শিক্ষা উপদেষ্টা স্নাতক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা যদি কেবল ব্যক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ থাকে, তাহলে এর মূল উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। তাই অর্জিত জ্ঞানকে জনকল্যাণে ও দেশের সংস্কারে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।