শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, মাঘ ১০ ১৪৩২, ০৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ওয়াশিংটনকে ইরানের হুঁশিয়ারি, আলোচনার আভাস ট্রাম্পের আগাম নির্বাচনের লক্ষ্যে সংসদ ভাঙছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ কেবল বিএনপি পালায় না: তারেক রহমান ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ লাগবে না তো: নাহিদ চাঁদা নেব না, নিতেও দেব না: শফিকুর রহমান ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে: তারেক রহমান ভারতে যাবে না বাংলাদেশ, ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেও বদল নেই সিদ্ধান্তে নির্বাচন ঘিরে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি ‘মানবতাবিরোধী অপরাধ’: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিচার শুরুর আদেশ হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন, ‘সম্ভবত তাই’ উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট করা হয়েছে: তারেক রহমান নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম রিমান্ড শেষে কারাগারে আবেদ আলী নির্বাচনে প্রার্থীদের ঋণের বোঝা ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা ইয়েমেনে সরকারপন্থী বহরে হামলা, নিহত ৫ ভোটে ৫১ দল: ধানের শীষের ২৮৮ প্রার্থী, দাঁড়িপাল্লার ২২৪ যুক্তরাষ্ট্র ‘বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতির’ মধ্য দিয়ে যাচ্ছে: ট্রাম্প

শিক্ষা

নোবিপ্রবিতে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা

 প্রকাশিত: ১৫:৪৫, ২১ জানুয়ারি ২০২৬

নোবিপ্রবিতে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নোবিপ্রবি শিক্ষা বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
উপাচার্য বলেন, বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে যারা কাজ করেন তাদের সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করে দেওয়া উচিৎ। আমাদের সন্তানরা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইংরেজি মাধ্যমে অধ্যয়ন করবে যা অভিভাবক হিসেবে আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে হলে ইংরেজীসহ আর্টস এন্ড হিউম্যানিটিজ এর বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্বারোপ করতে হবে। 
তিনি বলেন, যে বিষয়গুলোতে আমরা পিছিয়ে আছি সেসব বিষয়ে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে, তবেই মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি হবে।

শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন শিক্ষা বিভাগের ৫ম ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর সৈয়দ মো. সিয়াম।

নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এ কর্মশালায় অংশ নেন।