কমলগঞ্জে ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল দুই কিশোর
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুরে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার হিসেবে সাইকেল পেয়েছে দুই কিশোর। শিশু-কিশোরদের নামাজে আগ্রহী ও অভ্যস্ত করে তুলতে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) শ্রীপুর জামে মসজিদ কমিটি ও শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মনোয়ার হোসাইন মুমিন (দা.বা.)। তিনি নিজ হাতে বিজয়ী কিশোরদের মাঝে সাইকেলসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, ৭ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের নামাজমুখী করতে শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘ ৪০ দিন জামাতে নামাজ আদায় প্রতিযোগিতার আয়োজন করে। ঘোষণায় বলা হয়—এই বয়সসীমার যারা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, তাদের পুরস্কৃত করা হবে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু-কিশোর নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় শুরু করে।
যাচাই-বাছাই শেষে নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ আদায়কারী দুই কিশোরকে প্রথম পুরস্কার হিসেবে দুটি সাইকেল প্রদান করা হয়। বিজয়ীরা হলেন—সিহাব হোসেন, পিতা: সঞ্জব মিয়া এবং শাহরিয়ার রাফি, পিতা: আহাদ মিয়া। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও ২৪ জন কিশোরকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়।
সাইকেল বিজয়ী সিহাব ও শাহরিয়ার তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, আমরা নিয়মিত নামাজ পড়লেও সব সময় জামাতে নামাজ আদায় করা হতো না। এলাকার মুরুব্বিরা ৪০ দিন জামাতে নামাজ পড়লে পুরস্কার দেওয়ার ঘোষণা দিলে আমরা আরও নিয়মিত হই। নামাজ পড়ে সাইকেল পাওয়াটা আমাদের জন্য অনেক আনন্দের। এখন সাইকেল চালিয়ে নিয়মিত স্কুলে যেতে পারবো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা মনোয়ার হোসাইন মুমিন (দা.বা.) বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে সিরাত প্রতিযোগিতা ও আরও শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের পরামর্শ দেন। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শ্রীপুর জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।