কোনো পাপই ছোট নয়
আনাস বিন মালিক (রা.) বলেন যে, ‘তোমরা বহু এমন (পাপ) কাজ করছ, সেগুলো তোমাদের দৃষ্টিতে চুল থেকেও সূক্ষ্ম (নগণ্য)। কিন্তু আমরা সেগুলোকে রাসুলুল্লাহ (সা.)-এর যুগে বিনাশকারী মহাপাপ বলে গণ্য করতাম।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪৯২)
শিক্ষা
হাদিসবিশারদরা আলেমরা উল্লিখিত হাদিসের আলোকে কয়েকটি করণীয় ও বর্জনীয় বিষয় বর্ণনা করেছেন। তা হলো—
১. মুমিন নিজের আমলের ভালো-মন্দ পরিমাপ করে দেখবে, পরিমাণ ও পরিণতি পর্যালোচনা করবে। কেননা মুমিন যেমন আল্লাহর ক্ষমার আশা রাখে, তেমন সে তাঁর শাস্তিকেও ভয় করে।
২. নিজের আমলের পর্যালোচনা মুমিনকে দুনিয়া ও আখেরাতে লাঞ্ছিত হওয়ার হাত থেকে রক্ষা করবে।
৩. মুমিন ছোট ও বড় সব ধরনের গুনাহ ত্যাগ করবে। সে কোনো গুনাহকে ছোট করে দেখবে না। কেননা এতে মানুষের ভেতর পাপপ্রবণতা বৃদ্ধি পায়।
৪. ছোট ছোট গুনাহ বার বার করলে তা কবিরা গুনাহে পরিণত হয়। আর একটি কবিরা গুনাহ মানুষের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট।
৫. আল্লাহভীতি ও উত্তম চরিত্রের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম (রা.) ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠতম মানুষ। তারা পরবর্তীদের জন্য চির অনুসরণীয়। (মাউসুয়াতুল হাদিসিয়্যা)