ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড রোহিতের
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের ডান-হাতি ব্যাটার রোহিত শর্মা।
আজ রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫টি চার ৩টি ছক্কায় ৫১ বল খেলে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত। এই ইনিংসে ৩টি ওভার বাউন্ডারি মেরে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মালিক বনে যান রোহিত। এক্ষেত্রে পাকিস্তানের শহিদ আফ্রিদির বিশ্ব রেকর্ড ভাঙ্গেন তিনি। ১৫ বছর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছিলেন আফ্রিদি।
২৭৭ ম্যাচের ২৬৯ ইনিংসে ৩৫২টি ছক্কা মেরেছেন রোহিত। ৩৯৮ ওয়ানডের ৩৬৯ ইনিংসে ৩৫১টি ছক্কা আছে আফ্রিদির। ফলে আফ্রিদির চেয়ে ১শ ইনিংস কম খেলে পাকিস্তানের সাবেক অধিনায়ককে টপকে গেছেন রোহিত।
কিন্তু ছক্কা বিশ্ব রেকর্ড গড়তে আফ্রিদির চেয়ে ৫ হাজার ৪২৩ বল বেশি খেলেছেন রোহিত। ওয়ানডে রোহিত ১২ হাজার ৩২১টি বল খেলেছেন। অন্যদিকে আফ্রিদি খেলেছেন ৬ হাজার ৮৯২ বল।
২০১০ সালে শ্রীলংকার সাবেক ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার ছক্কার বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের জন্ম দিয়েছিলেন আফ্রিদি। ১৫ বছর পর আফ্রিদিকে পেছনে ফেলে ছক্কার বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত।
ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্রিস গেইল। ৩০১ ম্যাচে ২৯৪ ইনিংসে ৩৩১ ছক্কা মারেন তিনি।
৪৪৫ ম্যাচের ৪৩৩ ইনিংসে ২৭০ ছক্কা নিয়ে চতুর্থ স্থানে আছেন জয়সুরিয়া।
ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা হাঁকানো শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস ছক্কা
রোহিত শর্মা (ভারত) ২৭৭ ২৬৯ ৩৫২
শহীদ আফ্রিদি (পাকিস্তান) ৩৯৮ ৩৬৯ ৩৫১
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৩০১ ২৯৪ ৩৩১
সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা) ৪৪৫ ৪৩৩ ২৭০
মহেন্দ্র সিং ধোনি (ভারত) ৩৫০ ২৯৭ ২২৯