মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৭ ১৪৩২, ১১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এবার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক একনেকে জুলাই শহীদ পরিবারের আবাসনসহ ১৭ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু আদালতের রায়কে ‘প্রহসন’ বললেন টিউলিপ তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল কেমন আছেন খালেদা জিয়া? ‘বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান ফখরুলের খালেদার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন: ফখরুল খালেদা জিয়ার অবস্থার উন্নতি, নিচ্ছেন তরল খাবার আন্দোলনে শিক্ষকরা, অধিকাংশ সরকারি স্কুলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া রেহানার প্লট দুর্নীতি: খুশি নন খুরশীদের আইনজীবী, দুদকও অসন্তুষ্ট বাংলাদেশে প্লট দুর্নীতিতে দোষী সাব্যস্ত ব্রিটিশ এমপি টিউলিপ এশিয়ার বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, মৃতের সংখ্যা প্রায় ১,০০০ হাসিনার ৫ রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

শিক্ষা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

 প্রকাশিত: ১৬:১৪, ৩০ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে সেনাবাহিনী। এ সময় বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল শনিবার সেনাবাহিনীর পানছড়ি সেনা সাবজোন তারাবনছড়া এলাকায় এ কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান মাহমুদ।

মতবিনিময় সভায় তিনি বলেন, পাহাড়কে সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য হতে দেয়া হবে না। অচিরেই সকল সন্ত্রাসী শক্তিকে কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে। শান্ত পাহাড়ে অস্থিতিশীলতার কোনো সুযোগ দেয়া হবে না।

পরে তিনি স্থানীয় জনগণের হাতে শিক্ষাসামগ্রী ও তিন শতাধিক শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল মো. আতিক, লোগাং ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার (জি-টু-আই) মেজর কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ রিজিয়ন, সদর জোন, পানছড়ি সাবজোন ও লোগাং ৩ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ইউপি সদস্য মো. শাহেব আলী, বিভিন্ন হেডম্যান-কার্বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।

মতবিনিময় সভা শেষে সেনাবাহিনীর একটি মেডিকেল টিম স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে।