মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৭ ১৪৩২, ১১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এবার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক একনেকে জুলাই শহীদ পরিবারের আবাসনসহ ১৭ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু আদালতের রায়কে ‘প্রহসন’ বললেন টিউলিপ তারেক রহমানের ফেরায় বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আসিফ নজরুল কেমন আছেন খালেদা জিয়া? ‘বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান ফখরুলের খালেদার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন: ফখরুল খালেদা জিয়ার অবস্থার উন্নতি, নিচ্ছেন তরল খাবার আন্দোলনে শিক্ষকরা, অধিকাংশ সরকারি স্কুলে হচ্ছে না বার্ষিক পরীক্ষা ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া রেহানার প্লট দুর্নীতি: খুশি নন খুরশীদের আইনজীবী, দুদকও অসন্তুষ্ট বাংলাদেশে প্লট দুর্নীতিতে দোষী সাব্যস্ত ব্রিটিশ এমপি টিউলিপ এশিয়ার বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, মৃতের সংখ্যা প্রায় ১,০০০ হাসিনার ৫ রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড

শিক্ষা

স্কলার্স ক্যারিয়ার সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা: University of Scholars নতুন উচ্চতায় পা রাখলো

 আপডেট: ১৮:১৭, ২৭ নভেম্বর ২০২৫

স্কলার্স ক্যারিয়ার সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা: University of Scholars নতুন উচ্চতায় পা রাখলো

University of Scholars তার শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বাস্তবধর্মী শিল্প–অভিজ্ঞতার সাথে একাডেমিক জগতের সংযোগ তৈরি করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। “Shaping Futures, Building Professionals” স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো স্কলার্স ক্যারিয়ার সেন্টার (SCC) —একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার উন্নয়ন ও দক্ষতা বিকাশ কেন্দ্র।

SCC-এর ভিশন

সেন্টারটি “We Build Professionals” মিশনকে সামনে রেখে কাজ করবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু ডিগ্রি অর্জনই নয়, বরং শিল্প–উপযোগী দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ পাবে।

একাডেমিক জ্ঞান ও বাস্তবমুখী অভিজ্ঞতার মাঝে একটি কার্যকর ও টেকসই সেতুবন্ধন তৈরিই SCC-এর মূল লক্ষ্য।


শিক্ষার্থীরা যেসব সেবা পাবে

স্কলার্স ক্যারিয়ার সেন্টার শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে একটি কাঠামোবদ্ধ, বাস্তবমুখী ও শিল্প–সমন্বিত সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে। এর আওতায় শিক্ষার্থীরা পাবেন—

১) বিশেষায়িত মেন্টরশিপ

শিক্ষার্থীদের লক্ষ্য অনুযায়ী তাদের পাশে থাকবেন অভিজ্ঞ মেন্টররা। রিজিউম প্রস্তুতি, ইন্টারভিউ দক্ষতা, কর্পোরেট কালচার—সব কিছুতেই থাকবে হাতে–কলমে নির্দেশনা।

২) দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা ও প্রশিক্ষণ

Communication, Leadership, Presentation, Professional Etiquette, IT & Industry Skill — বিভিন্ন প্রয়োজনভিত্তিক ট্রেনিং প্রোগ্রাম নিয়মিত আয়োজন করা হবে।

৩) শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে সরাসরি সংযোগ

বিভিন্ন সেক্টরের এক্সপার্ট এবং Senior Professionals-দের নিয়ে আয়োজন করা হবে Career Talk, Industry Visit, Job Fair এবং Networking Session।

৪) ক্যারিয়ার পরিকল্পনা ও পরামর্শ সেবা

Career Path Design, Job Market Analysis, Internship Placement Support, Portfolio Guidance — সবই থাকবে SCC-এর সার্বক্ষণিক সাপোর্ট কাঠামোর মধ্যে।

Honorary Advisors: ভবিষ্যত নেতৃত্ব গঠনে অভিজ্ঞতার সংযোজন

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় যে দেশের গুরুত্বপূর্ণ খাতের বিশিষ্ট ও অভিজ্ঞ পেশাজীবীদের Honorary Advisor হিসেবে যুক্ত করা হয়েছে।
তাদের অভিজ্ঞতা, নির্দেশনা ও শিল্প–জ্ঞান শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক কর্মজীবনে প্রস্তুত হতে সহায়তা করবে।

এটি University of Scholars - এর জন্য একটি বড় অর্জন—শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন এখন আরও পরিকল্পিত, সমৃদ্ধ এবং শিল্প–সমন্বিত হবে।


অনুষ্ঠানে বক্তাদের পর্যবেক্ষণ

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন—

“এই উদ্যোগ শুধু একটি ক্যারিয়ার সেন্টার নয়; এটি আগামী প্রজন্মের নেতৃত্ব, উদ্ভাবন এবং পরিবর্তন সৃষ্টির ভিত্তি।”

তারা উল্লেখ করেন যে SCC শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, পেশাগত প্রস্তুতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় একটি শক্তিশালী দিকনির্দেশনা দেবে।

সম্ভাবনার দুয়ার উন্মোচনে SCC-এর অঙ্গীকার

University of Scholars বিশ্বাস করে, প্রতিটি শিক্ষার্থীর ভিতরেই রয়েছে অসীম সম্ভাবনা। SCC সেই সম্ভাবনাকে বিকাশে সাহায্য করবে।

* ক্যারিয়ার সচেতনতা তৈরি
* শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষতা গঠন
* বাস্তব অভিজ্ঞতা–ভিত্তিক প্রস্তুতি
* আন্তর্জাতিক ও স্থানীয় চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক করে তোলা

University of Scholars আশাবাদী, স্কলার্স ক্যারিয়ার সেন্টার ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব, উদ্ভাবন ও পেশাগত সাফল্যের নতুন দিগন্তে পৌঁছে দেবে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪