শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল আমজনতার দলের নিবন্ধন অবশ্যই প্রাপ্য: রিজভী ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ পাখি খাদ্যের ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে পপি বীজ এনে ধরা মার্জারে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের বাংলাদেশে ‘আপাতত’ আসা হচ্ছে না জাকির নায়েকের হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিন হাই কোর্টে দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু ময়মনসিংহে হত‍্যা মামলায় ৩ জনের ফাঁসি

শিশু

খুলনায় শিশুর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক কর্মশালা

 প্রকাশিত: ১৫:৪৯, ৩০ অক্টোবর ২০২৫

খুলনায় শিশুর উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ক কর্মশালা

খুলনা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জলবায়ু-সৃষ্ট স্থানচ্যুতির কারণে শিশুশ্রম ও শোষণ প্রতিরোধে বহুমুখী উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ জন্য জলবায়ু-সহনশীল জীবিকা নির্বাহ, সচেতনতা বৃদ্ধি এবং আন্তসংস্থা সহযোগিতা বৃদ্ধি করতে হবে। 

বুধবার খুলনা নগরীর রূপসা স্ট্র্যান্ড রোডের মাইকেল এ. ডি. রোজারিও হলে ‘সুন্দরবন অঞ্চলের শিশুদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঝুঁকি’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাস্তবায়িত ‘জলবায়ু-প্ররোচিত অভিবাসন এবং আধুনিক দাসত্ব’ প্রকল্পের আওতায় কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ।

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক মো. সাদিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে শিশুদের জীবন এবং নিরাপত্তা ক্রমশ হুমকির মুখে পড়ছে।

তিনি শিশু সুরক্ষার জন্য আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ এবং আইন প্রয়োগকারী সংস্থা, সমাজসেবা অধিদপ্তর এবং উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে বৃহত্তর সমন্বয়ের আহ্বান জানান।

কর্মশালায় অন্যান্য বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন সুন্দরবনের শিশুদের স্কুলছুট, শিশুশ্রম, অনিরাপদ অভিবাসন এবং ঋণের দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে। এ কারণে জীবিকা হ্রাস এবং চরম প্রতিকূল আবহাওয়ার কারণে নারী ও কিশোরী মেয়েরাও উচ্চ ঝুঁকির সম্মুখীন হচ্ছে। বক্তারা শিশু সুরক্ষা, জলবায়ু-সহনশীল জীবিকা এবং সরকার ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।