মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ১ ১৪৩২, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি

চীন প্লাস্টিক খাতে ডাম্পিং করলে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ হবে - বাণিজ্যসচিব

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:৪১, ২৭ আগস্ট ২০২৫

চীন প্লাস্টিক খাতে ডাম্পিং করলে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ হবে - বাণিজ্যসচিব

চীনের প্লাস্টিক ডাম্পিং প্রতিরোধে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ

চীন যদি বাংলাদেশের প্লাস্টিক খাতে ডাম্পিং করে, তাহলে বাংলাদেশ অবশ্যই অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি ব্যবসায়ীদের চীনের ডাম্পিং সংক্রান্ত তথ্য–প্রমাণ সরকারের কাছে উপস্থাপন করার আহ্বান জানান।

বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘অর্থনীতিতে প্লাস্টিক খাতের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যসচিব বলেন, “চীনের ওপর আমাদের নির্ভরতা যতই হোক, যদি তারা ডাম্পিং করে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আপনারা তথ্য দিলে আমরা তা অনুযায়ী পদক্ষেপ নিতে পারব।”

তিনি আরও বলেন, সরাসরি নগদ বা শুল্ক সহায়তা দীর্ঘমেয়াদে সম্ভব নাও হতে পারে, তবে প্রশিক্ষণ, ডিজাইন উন্নয়ন ও অন্যান্য বিকল্প সহায়তার মাধ্যমে খাতকে সমর্থন করা হবে।

সেমিনারে প্লাস্টিক খাতের ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণ ছিল। মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম জানান, চীন এখন বাংলাদেশে পিভিসি ও পিইটি প্লাস্টিক ডাম্পিং করছে, যা প্রতিরোধ করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) আয়োজিত সেমিনারে প্লাস্টিক খাতের বিভিন্ন উদ্যোগ, সুযোগ–সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।