মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ভাদ্র ৩১ ১৪৩২, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইসলাম

রোজা ও রমজান: পর্ব- ৫  বিষয়: মাহে রমজানে কী কী নেক আমল করবেন? কীভাবে করবেন? 

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন

 আপডেট: ০৯:৫৯, ২৭ মার্চ ২০২৩

রোজা ও রমজান: পর্ব- ৫  বিষয়: মাহে রমজানে কী কী নেক আমল করবেন? কীভাবে করবেন? 

২. তারাবীহর সালাত আদায় করাঃ তারাবীহর সালাতে কুরআন খতম করা সুন্নত। ছোট-ছোট সূরা দিয়ে তারাবীহর সালাত পড়াও জায়েয আছে। কুরআন তিলাওয়াতের ন্যায় তা শোনাও একইরূপ সওয়াব। এজন্য তারাবীহের সালাতে পরিপূর্ণ আদবের সাথে মনোযোগ দিয়ে কুরআন শুনতে হবে। এতে অনেক সওয়াব হবে। হাদীসে এসেছে-
مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘যে ঈমান ও এক্বিনের সাথে সওয়াবের আশায় রমযানের তারাবীহর সালাত পড়বে, তার অতীতের সকল (ছগীরা) গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সহীহ বুখারী, হাদীস-৩৭ 


তারবীহর সালাতে এতো বিশাল সওয়াব থাকা সত্তে¡ও এতে আমাদের অবহেলা খুবই বেশি। রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নত হলো ধীরে-ধীরে ও টেনে টেনে তিলাওয়াত করা এবং প্রত্যেক আয়াতের শেষে থামা। এভাবে তিলাওয়াত করলেই তিলাওয়াতের পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে এবং এমন তিলাওয়াত শুনলেও তিলাওয়াতের মতই সওয়াব পাওয়া যাবে। তাড়াহুড়ো করে কুরআন পড়তে হাদীসে নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা তারাবীহের সালাতে হাফেযদেরকে দ্রæত পড়তে বাধ্য করি। ফলে কুরআন এবং এর হাফিযদের সাথে বেয়াদবী হয়। কারণ অনেক তাড়াহুড়ো করে পড়লে কিছু শব্দ মুখেই থেকে যায়, ফলে মুক্তাদিরা পুরো কুরআন শুনতে পারেন না।

এতে কোনোভাবেই কুরআন খতমের সওয়াব পাওয়া যায় না। যদি মসজিদের মুসল্লী কিংবা কর্তৃপক্ষ তাঁদেরকে তাড়াহুড়ো করে পড়তে বাধ্য করে তাহলে এর জন্য কে দায়ী হবেন তা সহজেই বুঝার কথা। অথচ সুন্নত পদ্ধতিতে তিলাওয়াত করলে হয়ত এক ঘন্টা সময় লাগে। আর তাড়াহুড়ো করে বেয়াদবী মার্কা তিলাওয়াত করলে হয়ত ৪০/৪৫ মিনিট সময় লাগে। তাহলে ১০/১৫ মিনিট সময়ের জন্য তাড়াহুড়ো করা মোটেও ঠিক নয়। এতে আমরা মাত্র ১০/১৫ মিনিট সময় বাঁচানোর জন্য অগণিত সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। অথচ আমাদের উদ্দেশ্য রাকআত গণনা বা খতম করেছি দাবী করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সওয়াব অর্জন করা। আর সওয়াব পেতে হলে অবশ্যই রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুযায়ী তারাবীহের সালাতে কুরআন তিলাওয়াত ও শ্রবণ করতে হবে। 


লেখক: মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470