পশ্চিম আফ্রিকার উপকূলে নৌ-দুর্ঘটনায় আটক ২

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পশ্চিম আফ্রিকার দেশটির উপকূলে দুটি মাছ ধরার নৌকার সংঘর্ষের ঘটনায় মৌরিতানিয়া কর্তৃপক্ষ একজন স্পেনীয় ও একজন রাশিয়ান নাগরিককে আটক করেছে বলে জানা গেছে।
মৌরিতানিয়ার নৌবাহিনীর একটি সূত্র রোববার এএফপিকে জানিয়েছে, আটক দুজনেই ‘তাফ্রা ৩’ এর ক্যাপ্টেন ছিলেন।
গত শুক্রবার গাম্বিয়ার পতাকাবাহী ‘গ্রে হোয়েল’ জাহাজের সঙ্গে সংঘর্ষের পর ‘তাফ্রা ৩’ নামের জাহাজ ডুবে যায় এবং মৌরিতানিয়ার পাঁচ নাগরিক নিখোঁজ হয়।
পশ্চিমাঞ্চলীয় শহরের জেন্ডারমেরির একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সংঘর্ষের তদন্তের অংশ হিসেবে তাদের নোয়াধিবো বন্দরে আটকে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধার হওয়া প্রায় ২০ জনের মধ্যে তিন জন স্পেনীয় রয়েছেন। তাদের মদুই জন কর্মকর্তা ও একজন প্রকৌশলী।