বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ২ ১৪৩২, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লঞ্চের ডেক থেকে দুই শিশু উদ্ধার পটুয়াখালীতে

 প্রকাশিত: ১০:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২০

লঞ্চের ডেক থেকে দুই শিশু  উদ্ধার পটুয়াখালীতে

দুই শিশু উদ্ধারসহ এক নারীকে আটক করেছে যাত্রীরা ''প্রিন্স আওলাদ-৭'' ঢাকাগামী ডাবলডেকার লঞ্চ’এ । বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই লঞ্চের নিচতলার ডেক থেকে তাকে আটক করা হয়।

প্রিন্স আওলাদ-৭ লঞ্চের সুপারভাইজার মিলন মোল্লা বলেন, বিকেলে নির্ধারিত সময়ে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে লঞ্চটি। রাত সাড়ে ৯টার দিকে লঞ্চের ডেকে হটাৎ যাত্রীদের চেঁচামেচি। নিচে গিয়ে দেখি একটি ছেলে ও একটি মেয়ে শিশুসহ এক নারীকে জনগণ আটক করেছে। পরে ওই নারীর কাছ থেকে বাচ্চাদের আলাদা করে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম।

এ সময় ছেলে শিশুটি জানায়, লঞ্চে থাকা নারী তাদের মা নয়। তারা গলাচিপার ডাকুয়া এলাকার বাসিন্দা ইমাম খানের সন্তান। ছেলেটির নাম জাবের ও মেয়েটির নাম জেরিন।

সুপারভাইজার মিলন আরো বলেন, ওই নারীর পরিচয় জানা যায়নি। তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয়।

অনলাইন নিউজ পোর্টাল