মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ফ্রান্সের সব ধরণের পণ্য বর্জন করল কুয়েত

 প্রকাশিত: ১৫:০৯, ২৪ অক্টোবর ২০২০

ফ্রান্সের সব ধরণের পণ্য বর্জন করল কুয়েত

ফ্রান্সে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা ও তা থেকে সরে না আসার ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোর দম্ভোক্তি, দেয়ালে দেয়ালে অবমাননাকর সেই কার্টুন প্রদর্শনের পর ফ্রান্সের সকল পণ্য বর্জন করেছে কুয়েত।

কুয়েতের সামাজিক মাধ্যমগুলোতেও ফ্রান্সের পণ্য বর্জন করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

ফরাসি পণ্য বর্জন করুন, আমাদের নবীর শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, এজাতীয় বিভিন্ন হ্যাশ ট্যাগ ব্যবহার করা হয়েছে দেশটির সামাজিক মাধ্যমে।

বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশেও ফ্রান্সের পণ্য বর্জনের দাবি জোরালো হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা।

সম্প্রতি ফ্রান্সে ক্লাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারনে স্যামুয়েল প্যাটি নামের এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। ঐ শিক্ষককে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন যে ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ রাখবে না। সেই সম্মানপ্রদর্শনেরই অংশ হিসেবেই এ অভিশপ্ত কাজ করছে ফ্রান্সের প্রশাসন।

ফ্রান্সের ওসিটনেই এলাকার সভাপতি ক্যারোল ডেলগা বুধবার ট্যুইটারে কার্টুন দেখানোর ঘোষণা করেন।তিনি বলেন, শিক্ষক স্যামুয়েলকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য পয়গম্বর মোহম্মদের বিতর্কিত কার্টুন দেখানো হবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: