আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় ১০ জন কর্মী নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং সংগঠনের ১০ কর্মীকে গুলি করে হত্যা করেছে মুখোশপরা বন্দুকধারীরা। এ সময় আহত হয়েছেন আরো ১৬ জন।
মঙ্গলবার রাতে বন্দুকধারীরা হামলা চালায়। এ হামলার ঘটনায় তালেবান যোদ্ধাদের দায়ী করেছে আফগান সরকার। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তালেবান যোদ্ধারা প্রতিষ্ঠানটির কম্পাউন্ডে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে নিহত হন মাইন অপসারণের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানটির অন্তত ১০ কর্মী।
তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এ হামলার ঘটনায় তালেবান জড়িত নয় বলে জানিয়েছেন। বুধবার সাইট ইন্টেলিজেন্স মনিটরিং গ্রুপ বলে, আইএসআইএলের সশস্ত্র গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।
হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিংয়ের প্রধান নির্বাহী বলেন, বন্দুকধারীরা একটি বিশেষ জাতিগোষ্ঠীর নির্দিষ্ট কয়েকজনের খোঁজ করছিলেন। পরে ১০ মাইন অপসারণকর্মীকে গুলি করে হত্যা করেন।
অনলাইন নিউজ পোর্টাল