মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, কার্তিক ১৯ ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

গণভোটের আলোচনায় ইউনূসকে ‘রেফারির ভূমিকায়’ চায় ধর্মভিত্তিক ৮ দল ১৯৪৯ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান, ভাই, ছেলেদের বিরুদ্ধে ৫ মামলা ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ অভ্যুত্থানের পর প্রথম বছরে বৈদেশিক বিনিয়োগে রেকর্ড প্রাথমিকের সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ বাদ রাজনৈতিক দলগুলোই ঠিক করবে গণভোটের সময় এমপিওভুক্তির দাবিতে ফের লাগাতার অবস্থানে শিক্ষকরা নির্বাচনের ওপর `নির্ভর করছে` দেশ কোন দিকে যাবে: সিইসি জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২০ লঘুচাপ: উপকূলে জোয়ারের উচ্চতা বাড়ার আভাস প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৮ আপাতত ইউক্রেইনের জন্য কোনো টমাহক নয়: ট্রাম্প দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

খেলা

বদলে গেল প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম

 প্রকাশিত: ১১:৪৪, ২৭ নভেম্বর ২০২৪

বদলে গেল প্রাথমিকের দুই ফুটবল টুর্নামেন্টের নাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গত কয়েকবছর ধরে আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এর নাম বদলে গেছে।

এ প্রতিযোগিতার নতুন নাম রাখা হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’।

এ দুই টুর্নামেন্টের নাম বদলের সিদ্ধান্তের কথা মঙ্গলবার মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি পলিসি ডিসিশন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুর্নামেন্ট দুটির নাম বদলের সিদ্ধান্ত কিছুদিন আগে হয়েছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানিয়েছিলাম।”

২০১০ সাল থেকে প্রতিবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট' আয়োজন করে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মাঝে মহামারীর জন্য ২০২০ ও ২০২১ সালে এ প্রতিযোগিতার আয়োজন করা যায়নি।

চলতি বছর ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। গত এপ্রিলে প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর অন্য অনেক ক্ষেত্রে সংস্কারের মত এ দুটি টুর্নামেন্টের নাম বদলে গেল।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের লিখিত নির্দেশনা জারি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, “গত ৭ নভেম্বর স্বাক্ষরিত এক আদেশে ওই দুই টুর্নামেন্টের নাম পরিবর্তনের কথা অধিদপ্তরকে জানায় মন্ত্রণালয়। সে বিষয়ে ব্যবস্থা নিতে মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।”