শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩, আশ্বিন ৭ ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

বিজ্ঞান

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি

 প্রকাশিত: ১২:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২৩

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ১৮৪ দিন অতিবাহিত করার পর মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি পৃথিবীরতে ফিরেছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, গত রবিবার মহাকাশ স্টেশন ছাড়েন সংযুক্ত আরব আমিরাতের এ নাগরিক। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে সুলতান আল নিয়াদি ও আরো তিন নভোচারী পৃথিবীর দিকে রওনা দিয়েছেন। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছাকাছি তাদের বহনকারী ক্যাপসুলটি অবতরণ করে।

গত ৩ মে আল নিয়াদি ৬ মাসের জন্য মহাকাশের যান। প্রথম অ্যারাবিয়ান হিসেবে মহাকাশে স্পেসওয়াক করে নতুন ইতিহাস গড়েছিলেন তিনি। এছাড়াও মুসলিম নভোচারীদের মধ্যে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ডও গড়েছেন আল নিয়াদি।

মন্তব্য করুন: