সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে: তারেক রহমান ‘রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি’, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক রোজা ও পূজা বিতর্ক: শিশির মনিরের বিরুদ্ধে মামলা ডিজির সঙ্গে তর্ক: নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক মার্কিন নাগরিকের সেই মামলায় শওকত মাহমুদ আটক চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক

কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার

 প্রকাশিত: ১২:৪৩, ১২ অক্টোবর ২০২৫

কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার

ভেনিজুয়েলায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ চক্র ট্রেন ডি আরাগুয়ার একজন প্রতিষ্ঠাতা চক্রটি ভেঙ্গে দেয়ার লক্ষে কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। শনিবার প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কলম্বিয়ার কারগারে আটক এই প্রতিষ্ঠাতা ল্যারি আলভারেজ ওরফে ‘ল্যারি চাঙ্গা’ সেদেশের শান্তি কমিশনারকে লেখা উক্ত চিঠিতে ‘সম্পর্কের পুনঃস্থাপন এবং চক্রটি ভেঙ্গে দেয়ার একটি কার্যকর পন্থা খুঁজে বের করতে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন। 

স্থানীয় গণমাধ্যম ও অনলাইনে প্রকাশিত আলভারেজের আইনজীবীদের স্বাক্ষরিত  এই চিঠিতে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং বিচার মন্ত্রণালয়কেও সম্বোধন করা হয়েছে। 

কলম্বিয়ার শান্তি কমিশনারের কার্যালয় এএফপিকে চিঠির সত্যতা নিশ্চিত করেছে।

ভেনিজুয়েলার একটি কারাগারে প্রতিষ্ঠিত ট্রেন ডি আরাগুয়া বর্তমানে আটটি দেশে সক্রিয় এবং গত বছর যুক্তরাষ্ট্র কর্তৃক এটি একটি ‘গুরুতর আন্তর্জাতিক অপরাধী সংগঠন’ হিসেবে চিহ্নিত হয়েছে।

চিঠিতে আলভারেজ নিজেকে চিলিতে প্রত্যর্পণ থেকে বিরত রাখতে আবেদন করেছেন।  যেখানে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ, অস্ত্র পাচার, চাঁদাবাজি এবং অপহরণের অভিযোগ রয়েছে। 

কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ২০২২ সালে ক্ষমতায় আসেন এবং ২০১৬ সালে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)) এর সাথে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি সত্ত্বেও কলম্বিয়ায় চলমান সশস্ত্র সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন।

তবে জাতীয় মুক্তি বাহিনী (ইএলএন), উপসাগরীয় গোষ্ঠী কার্টেল এবং ফার্কের অন্যান্য গোষ্ঠীগুলোর সাথে প্রস্তাবিত শান্তি আলোচনা এখনও কোনো ফলপ্রসূ হয়নি। বিশ্লেষকরা বলছেন, মাদক পাচারের অর্থায়নে পরিচালিত এই গ্রুপগুলো আরও শক্তিশালী হয়ে উঠেছে।