রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

আন্তর্জাতিক

বাগেরহাটে খোঁজ মিলছে না দুই মাদরাসা ছাত্রের

 প্রকাশিত: ১২:০৩, ১২ অক্টোবর ২০২৫

বাগেরহাটে খোঁজ মিলছে না দুই মাদরাসা ছাত্রের

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফাসিয়াতালা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার দুই ছাত্র নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির মধ্যে তারা নিখোঁজ হয় বলে জানা গেছে।

নিখোঁজ ছাত্ররা হলো— উপজেলার ফাঁসিয়াতলা গ্রামের মামুদ হোসেনের ছেলে নাসিম মাহমুদ সিয়াম (১৫) ও একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে মো. রিফাত (১৬)।

 

মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, দুজনই একই গ্রামের বাসিন্দা ও সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা জামাল উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছাত্র এবং ইতোমধ্যে কোরআনের ১৭-১৮ পারা মুখস্থ করেছে।

 

মাদরাসা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির সময় বাইরে বেরিয়ে তারা নিখোঁজ হয়। এরপর থেকে পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ এলাকায় বিভিন্ন স্থানে খোঁজ করছেন, কিন্তু এখনও তাদের সন্ধান মেলেনি।

মাদরাসার সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, দুজনই ভালো ছাত্র ছিল। ঘটনার পর থেকে আমরা ও এলাকাবাসীর সহায়তায় খোঁজ চালাচ্ছি।

থানা পুলিশকে অবহিত করার ব্যাপারে জানতে চাইলে মাদরাসার সুপার জানান, আজ সন্ধ্যায় পরিচালনা পরিষদের সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান জানান, মাদরাসা ছাত্র নিখোঁজ এর ব্যাপারে থানা পুলিশকে কেউ অবহিত করেনি