জাতিসংঘের মহাসচিব গুতেরেস মিশরে গাজা শান্তি সম্মেলনে যোগ দেবেন

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস মিশরে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
জাতিসংঘের এক মুখপাত্র শনিবার এ তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আগামীকাল সোমবার মিশরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাতিসংঘের ওই মুখপাত্রের কার্যালয় জানিয়েছে, গুতেরেস ‘সোমবার শার্ম-এল-শেখ শান্তি সম্মেলনে অংশগ্রহণের জন্য মিশরে যাচ্ছেন। জাতিসংঘের মহাসচিব বুধবার জাতিসংঘ সদর দপ্তরে ফিরে আসবেন।