বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫, কার্তিক ২৯ ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ভোটের দিনে গণভোট: ‘আলোচনা করে’ মত জানাবে ইসি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত ইসরাইলের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন গাজা যুদ্ধবিরতির আলোচক ডারমার ২০২৫ সালে রেকর্ড ছাড়াবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ : গবেষণা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা গুলিস্তানে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, আগুন আগাম পোস্টার সরিয়ে ফেলুন, দলগুলোকে সিইসি পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দৃষ্টান্তমূলক রায়ে হাসিনার সর্বোচ্চ শাস্তির আশা চিফ প্রসিকিউটরের ‘মানবতাবিরোধী অপরাধ’: শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

লাইফস্টাইল

পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক এই সবজি

 প্রকাশিত: ১১:২৭, ৫ ডিসেম্বর ২০২০

পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক এই সবজি

শীত মানেই তাপমাত্রার ওঠানামা। সঙ্গে নানাবিধ জীবাণুর দাপাদাপি তো রয়েছেই। ফলে নানা রোগের আক্রমণে শরীর দুর্বল হয়ে যায়। আর এমন পরিস্থিতিতে শরীরকে নানা রোগের হাত থেকে বাঁচিয়ে রাখতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। 

গবেষণা বলছে,প্রতি ১০০ গ্রাম লাউয়ে রয়েছে, কার্বোহাইড্রেট- ২.৫ গ্রাম, প্রোটিন- ০.২ গ্রাম, ফ্যাট- ০.৬ গ্রাম, ভিটামিন সি- ৬ গ্রাম, ক্যালসিয়াম- ২০ মিলিগ্রাম, ফসফরাস- ১০ মিলিগ্রাম,পটাশিয়াম- ৮৭ মিলিগ্রাম।

এছাড়াও রয়েছে খনিজ লবণ, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, আয়রন প্রভৃতি। এসব উপাদান আমাদের সুস্থতার জন্য ভীষণ প্রয়োজন। চলুন তবে জেনে নেয়া যাক উপকারিতা সম্পর্কে- 

> প্রচুর ফাইবার থাকায় লাউ খেলে ওজন হ্রাস পায়। 

> কোষ্ঠকাঠিন্য, অশ্ব, পেট ফাঁপা প্রতিরোধে সহায়ক এই সবজি।

> নিয়মিত লাউ খেলে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়।

> দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি।

> নিদ্রাহীনতার সমস্যা থাকলে লাউ খান প্রতিদিন। এটি ঘুমের সমস্যা দূর করবে।

> লাউয়ের রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস যা অতিরিক্ত ঘামের সমস্যা দূর করে।

> চুলের গোড়া শক্ত করে এবং চুল পেকে যাওয়ার হার কমায়।

> উচ্চ রক্তচাপ আছে যাদের, তারা নিশ্চিন্তে খেতে পারেন লাউ।

> হার্টের সুস্থতায় লাউয়ের জুড়ি নেই।  

অনলাইন নিউজ পোর্টাল