মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬, মাঘ ১৪ ১৪৩২, ০৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জামায়াতের দুই মন্ত্রী তখন কেন পদত্যাগ করেনি, প্রশ্ন তারেক রহমানের মির্জা আব্বাসের ‘বহিষ্কার চান’ পাটওয়ারী মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত স্কুলে শিশু নির্যাতন: পবিত্র কুমার ৪ দিনের রিমান্ডে নির্বাচন: তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা নির্বাচন অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম-২: বিএনপির সরোয়ারের ভোটের পথ খুলল মুস্তাফিজকে খেলতে না দেওয়া ‘চরম অপমান’: জামায়াত আমির রাষ্ট্রপতি ভোট দেবেন পোস্টাল ব্যালটে ডাকসু ‘মাদকের আড্ডা-বেশ্যাখানা’: সেই জামায়াত নেতা বহিষ্কার একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারিই, কমবে স্টল ভাড়া প্রবাসীদের সাড়ে ২১ হাজার ব্যালট দেশে পৌঁছেছে তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ২০

লাইফস্টাইল

একদিনের ট্যুরের সেরা ১০ স্পট – ঘুরে আসুন প্রাকৃতিক ও ঐতিহ্যের টানে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২১:৩২, ৯ এপ্রিল ২০২৫

একদিনের ট্যুরের সেরা ১০ স্পট – ঘুরে আসুন প্রাকৃতিক ও ঐতিহ্যের টানে

একদিনেই ঘুরে আসুন মন জুড়ানো ১০টি জায়গা!

শহরের ব্যস্ততা আর ক্লান্তিকর রুটিনের মাঝে যদি একদিনের একটু বিশ্রাম চান, তাহলে বাংলাদেশেই আছে অনেক সুন্দর জায়গা যেখানে আপনি একদিনেই ঘুরে ফিরে আসতে পারবেন। রাজধানী ঢাকা বা দেশের অন্যান্য বড় শহর থেকে স্বল্প সময়ের ভ্রমণে ঘুরে আসার মতো এমন কিছু মনোমুগ্ধকর গন্তব্য নিচে তুলে ধরা হলো।

১. মাওয়া ঘাট (মুন্সিগঞ্জ)
পদ্মা নদীর পাড়ে সময় কাটাতে চাইলে মাওয়া ঘাট হতে পারে আদর্শ। নদীর ধারে বসে ইলিশ ভাজা খাওয়ার আনন্দই আলাদা।

২. সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ ইতিহাসপ্রেমীদের জন্য উপযুক্ত। ফোক ফেস্টিভ্যাল মিউজিয়াম, পানাম সিটি এবং বারোদুয়ারী ঘুরে দেখতে পারবেন।

৩. পদ্মা রিসোর্ট (লৌহজং, মুন্সিগঞ্জ)
প্রাকৃতিক পরিবেশে আধুনিক অবকাশ যাপনের জন্য এই রিসোর্ট জনপ্রিয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনের ট্যুরের জন্য অসাধারণ।

৪. ভাওয়াল গার্ডেন সিটি (গাজীপুর)
ঢাকার কাছেই প্রাকৃতিক সবুজে ঘেরা এই রিসোর্টটি পরিবার নিয়ে একদিন কাটানোর জন্য বেশ জনপ্রিয়।

৫. সাজেক ভ্যালি (রাঙামাটি-কাপ্তাই সীমান্ত)
যদিও দূরত্ব একটু বেশি, কিন্তু প্ল্যান করে ভোরে রওনা দিলে সাজেক ভ্যালির সৌন্দর্য একদিনেও উপভোগ করা যায়।

৬. বঙ্গবন্ধু সাফারি পার্ক (গাজীপুর)
বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে এটি আদর্শ স্থান। জীবন্ত বন্যপ্রাণী দেখার মজাই আলাদা।

৭. লালবাগ কেল্লা (ঢাকা)
যারা ঢাকাতেই থেকে ঘুরতে চান, তাদের জন্য লালবাগ কেল্লা একটি ঐতিহাসিক এবং চমৎকার বিকেলের গন্তব্য।

৮. নুহাশ পল্লী (গাজীপুর)
হুমায়ুন আহমেদের স্মৃতিতে ভরা এই জায়গা তার ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হতে পারে।

৯. রাঙ্গামাটি ঝুলন্ত সেতু ও কাপ্তাই লেক
একদিনে ভ্রমণ একটু কঠিন হলেও রাঙামাটির আশেপাশে থাকলে এই স্থান একদিনে ঘুরে আসা সম্ভব।

১০. কুমিল্লার ময়নামতি বৌদ্ধবিহার
ইতিহাস ও প্রত্নতত্ত্ব ভালোবাসেন যাঁরা, তাঁদের জন্য কুমিল্লার ময়নামতি ও শালবন বিহার আদর্শ।

বাংলাদেশে এমন আরো অনেক চমৎকার জায়গা রয়েছে যা একদিনেই দেখা সম্ভব। সময়ের সঠিক পরিকল্পনা আর পরিবহনের সহজলভ্যতা থাকলে আপনার একদিনের ট্যুর হতে পারে দারুণ উপভোগ্য ও স্মরণীয়।