শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৪ ১৪৩২, ০৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭ সম্পদের প্রতি শেখ হাসিনার ‘এত লোভ’! বিস্মিত বিচারক হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না ঢাকায় মৃদু ভূমিকম্প ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু ভোটের মাঠে তিন স্তরে নিরাপত্তা, সেনা থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ দুটি ট্রলারসহ আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি হাসিনা পরিবারের রায়ে হতাশ দুদক ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জনের মৃত্যু প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা লঘুচাপ পরিণত নিম্নচাপে, বন্দরে সংকেত হোয়াইট হাউজের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ, অবস্থা সঙ্কটজনক হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন: মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

ইসলাম

বুখারির দরসে ৫৪ বছর, শায়খুল হাদিস আল্লামা কিয়ামপুরীকে সংবর্ধনার আয়োজন

 প্রকাশিত: ২২:৪৫, ২৮ নভেম্বর ২০২৫

বুখারির দরসে ৫৪ বছর, শায়খুল হাদিস আল্লামা কিয়ামপুরীকে সংবর্ধনার আয়োজন

হাদিসশাস্ত্রের দরসে টানা ৫৪ বছর ধরে এক অনন্য মাইলফলক গড়েছেন উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ.-এর অন্যতম শাগরেদ ও খলিফা শায়খুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী। সহিহ্ বুখারির দরস প্রদানের এই দীর্ঘ ও ধারাবাহিক ইলমি খেদমতকে কেন্দ্র করে তাকে দেওয়া হচ্ছে ঐতিহাসিক সংবর্ধনা। তার শাগরেদদের উদ্যোগে আয়োজিত এ আয়োজন ইতোমধ্যেই দেশের আলেম, ছাত্রসমাজ ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেটের সুলতানপুর মাদরাসা ময়দানে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে তাকে কেন্দ্র করে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান। দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী ছড়িয়ে থাকা হাজারও ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও আলেম-ওলামার উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকেরা। দেশের বরেণ্য শায়খুল হাদিস, মুহতামিম ও বিশিষ্ট আলেমগণ এতে অংশ নিয়ে আল্লামা কিয়ামপুরীর ইলমি খেদমতের বহুমাত্রিক দিক তুলে ধরবেন।

জানা যায়, অনুষ্ঠানকে ঘিরে সুলতানপুর মাদরাসা এলাকায় ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকদের ভাষায়—‘শায়খের দরসে বুখারির ৫৪তম বর্ষপূর্তি শুধু একজন আলেমের অর্জন নয়; এটি বাংলাদেশের দীনী শিক্ষার অগ্রযাত্রায় এক উজ্জ্বল ইতিহাস।’

 

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলেম-ওলামা ও ছাত্ররা অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলমান বুখারির এই দরসকে কেন্দ্র করে সংবর্ধনা অনুষ্ঠানটি পরিণত হবে এক ইলমি মিলনমেলায়—যেখানে থাকবে স্মৃতিচারণ, দোয়া কামনা। আয়োজকদের আশা, দিনটি হয়ে উঠবে আলেমসমাজের জন্য এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত।

প্রায় ৬২ বছরের নিরবচ্ছিন্ন হাদিস শিক্ষা ও দরস-তাদরিসের সঙ্গে সম্পৃক্ততা আল্লামা কিয়ামপুরীকে দেশের অন্যতম শ্রদ্ধাভাজন আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার অসংখ্য ছাত্র আজ দেশের খ্যাতনামা মাদরাসাগুলোতে শায়খুল হাদিস, মুহাদ্দিস, মুফতি এবং নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। সততা-নিষ্ঠা ও ইলমি যোগ্যতা তাঁকে আলেমসমাজের কাছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।