নির্বাচনে শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান ধর্ম উপদেষ্টার
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা, অপব্যাখ্যা বা উসকানিমূলক কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ বিকেলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন এসোসিয়েশন (ইকরা) আয়োজিত এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি কারি, আলেম-ওলামা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা উপস্থিত ছিলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, 'নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি আমরা চাই না। ধর্মের অপব্যাখ্যা করে দেশে অস্থিরতা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মীয় বিষয়ে প্রকৃত হাক্কানী আলেম-ওলামারাই সর্বোচ্চ ব্যাখ্যা দাতা। কোনো অপব্যাখ্যাকে রাষ্ট্র মেনে নেবে না।'
তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনো কাজ করবো না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমাদের সবাইকে। সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নিতে হবে।’
বাংলাদেশকে কোরআন শিক্ষার একটি উর্বর ক্ষেত্র উল্লেখ করে ড. খালিদ জানান, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ ও ক্বারীরা গৌরবময় সাফল্য অর্জন করে আসছেন।
তিনি বলেন, 'ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দ্বীনি দাওয়াত বিভাগ অত্যন্ত নিখুঁত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করে থাকে। সেই কারণেই আমরা বারবার আন্তর্জাতিক পুরস্কার অর্জন করছি। এজন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই।'
হাফেজ, কারি, ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণে নতুন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
ধর্মের সঠিক ব্যাখ্যায় যোগ্য আলেমদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'ইসলাম, কোরআন, হাদিস, জান্নাত-জাহান্নাম, শরিয়ত, মারফত, হকিকত—এসব বিষয়ে ব্যাখ্যা দেবেন যোগ্য আলেম-ওলামারা।'
আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিচার নিজ হাতে তুলে নেওয়া যাবে না। বিচার করার দায়িত্ব আদালত ও রাষ্ট্রের। সবাইকে আইনের প্রতি সম্মান বজায় রাখতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরার সভাপতি শেখ কারি আহমেদ বিন ইউসুফ আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হারুনুর রশিদ।
আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেন বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি মিশন প্রধান, আলেম-ওলামা ও প্রসিদ্ধ ক্বারীগণ।