শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১৪ ১৪৩২, ০৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন ট্রাম্পের নিষেধাজ্ঞার নিন্দা জানালো দক্ষিণ আফ্রিকা তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭ সম্পদের প্রতি শেখ হাসিনার ‘এত লোভ’! বিস্মিত বিচারক হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না ঢাকায় মৃদু ভূমিকম্প ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু ভোটের মাঠে তিন স্তরে নিরাপত্তা, সেনা থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ দুটি ট্রলারসহ আরও ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি হাসিনা পরিবারের রায়ে হতাশ দুদক ইন্দোনেশিয়ার বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জনের মৃত্যু প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও দুই সন্তানের সাজা লঘুচাপ পরিণত নিম্নচাপে, বন্দরে সংকেত হোয়াইট হাউজের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ, অবস্থা সঙ্কটজনক হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুন: মৃত্যু বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯

শিশু

রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা

 প্রকাশিত: ১৫:২৪, ২৮ নভেম্বর ২০২৫

রাজবাড়ীর পদ্মাপাড়ে ‘জলকাব্য’ উদ্বোধন : পর্যটনে নতুন সম্ভাবনা

রাজবাড়ী, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ী জেলা সদরের পদ্মাপাড়ের গোদারবাজার এলাকায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত নান্দনিক স্থাপনা ‘জলকাব্য’এর উদ্বোধন করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে স্থাপনাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। 

 

রাজবাড়ীর পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা জলকাব্য শুধু একটি স্থাপনা নয়; এটি প্রকৃতি, নান্দনিকতা ও জনকল্যাণের এক অনন্য সমন্বয়। পদ্মাপাড়ের মানুষের কাছে এটি হয়ে উঠেছে স্বস্তি, বিনোদন এবং সম্ভাবনাময় নতুন ঠিকানা।

 

গতকাল এটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈধ, রাজবাড়ী স্থানীয় সরকারের উপ সচিব ড. মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা হকসহ স্থানীয়রা, সাংবাদিক ও ব্যবসায়ী। 

 

সাংবাদিক ও জেলা শনাকের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, জলকাব্য রাজবাড়ীর পর্যটনে নতুন মাত্রা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ীকে সুন্দর, পরিচ্ছন্ন ও জীবনমানের দিক থেকে উন্নত জেলায় পরিণত করার লক্ষ্য নিয়ে আমরা এ কাজ করছি। জলকাব্য সেই অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। পদ্মাপাড়কে মানুষের সময় কাটানোর উপযোগী, স্বাস্থ্যসম্মত ও নান্দনিক স্থানে রূপ দিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদ যৌথভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।

 

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড, মাহমুদুল হাসান জানান, জলকাব্য নির্মাণের ফলে স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ বাড়বে, পাশাপাশি বাইরের পর্যটকদেরও আকৃষ্ট করবে এই এলাকা। ফলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী রকিবুল ইসলাম জানান, আমাদের অনেকদিনের প্রত্যাশা পদ্মাপারের গোদারবাজার এলাকায় একটি নান্দনিক জনবিনোদন কেন্দ্রের, সেটি আমাদের সরকার পূরণ করলেন। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিষদ যে দায়িত্বশীল অঙ্গীকার নিয়ে মানুষের জীবনের উন্নয়নে ধারাবাহিক ভাবে কাজ করেন এটা তারই একটা অংশ।

 

উন্নয়ন, সৌন্দর্য ও জনসেবার এই সফল সমন্বয় রাজবাড়ীর মানবিক অগ্রযাত্রাকে আরও গতিময় করবে— এমনটাই মনে করছেন জনপদের মানুষ।