শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

 প্রকাশিত: ১০:১৮, ১৪ জুন ২০২১

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

ইসরায়েলে টানা ১২ বছর পর অবসান হয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসন। আর নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হলেন নাফতালি বেনেট। 

দেশটির পার্লামেন্ট দ্য নেসেটে ভোটের মাধ্যমে নতুন সরকার অনুমোদন পেয়েছে।

মার্কিন এ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে জানানো হয়, নির্বাচনের পর তার (নাফতালি বেনেট) সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন। পরে নাফতালি বেনেট পার্লামেন্টের চেম্বারের বক্তৃতা মঞ্চে প্রধানমন্ত্রীর হিসেবে শপথ গ্রহণের আগে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে করমর্দন করেন।

বেনেট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দুই বছর পর সেই স্থানে অভিষিক্ত হবেন ইয়ার ল্যাপিড। তবে তাদের চুক্তি দীর্ঘস্থায়ী হতে হবে। 

আটটি দলের সমন্বয়ে একটি জোট গঠিত হয়, যেখানে ইসরায়েলের ডান, বাম, নিরপেক্ষ ও ধর্মীয় দল অন্তর্ভুক্ত রয়েছে। তারা সবাই দেশকে অচলাবন্থা থেকে উত্তোরণের জন্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণে সম্মত হন।

অনলাইন নিউজ পোর্টাল