নরওয়ের উত্তাল সমুদ্র থেকে ডুবন্ত জাহাজের ১২ নাবিক উদ্ধার

নরওয়ের কাছে উত্তাল সমুদ্রে ডুবতে থাকা একটি তেলবাহী জাহাজ থেকে ১২ জন নাবিককে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড বাহিনী। সোমবার নেদারল্যান্ডসের মালিকানাধীন দ্য ইমস্লিফ্ট হেনড্রিকা নামের জাহাজটির ইঞ্জিনে প্রথমে গোলযোগ দেখা দেয়। এরপর সমুদ্রের তীব্র ঢেউয়ের কারণে একদিকে কাত হয়ে যায় জাহাজটি।
তেলবাহী জাহাজটিতে সাড়ে তিন শ টন অপরিশোধিত তেল ও ৫০ টন ডিজেল ছিল। জাহাজটির দাম ৭০ লাখ ইউরো। এছাড়া জাহাজে ১২ জন নাবিক ছিলেন।
জাহাজটি কাত হয়ে গেলে তারা এসওএস সংকেত পাঠান। কয়েকজন জাহাজ থেকে সমুদ্রেও নেমে পড়েন। এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড খোঁজ শুরু করে। হেলিকপ্টারে করে তারা খোঁজ চালায়। এরপর খুঁজে পাওয়া যায় জাহাজটি।
কিছু নাবিক সমুদ্রে নেমে পড়েছিলেন। কয়েকজন জাহাজের ডেকে ছিলেন। সব নাবিককেই উদ্ধার করেছে নরওয়ে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটিও তীরে নিয়ে আসা সম্ভব হবে।
অনলাইন নিউজ পোর্টাল