রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, অনেকেই আহত
রাশিয়া ইউক্রেনে একাধিক হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় দুই ব্যক্তি নিহত এবং প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেনের পূর্ব দোনেটস্ক অঞ্চলের স্লোভিয়ানস্কে রাশিয়া হামলা চালিয়েছে। তাদের হামলায় এক দম্পতি নিহত হয়েছে। এলাকাটি ক্রেমলিনের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু।
যেখানে তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে।
স্থানীয় প্রসিকিউটররা জানিয়েছেন, ক্রেমলিন যে অঞ্চলটি দখল করেছে বলে দাবি করেছে, সেখানে রাশিয়ার হামলায় ২০ বছর বয়সী এক যুবক অলৌকিকভাবে বেঁচে গেছে।
গভর্নর জানিয়েছেন, ‘ইতোমধ্যে দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে একটি রাশিয়ান ড্রোন হামলায় প্রায় দুই ডজন মানুষ আহত হয়েছে।
ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরীয় শহরটি প্রায় চার বছর আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকেই নিয়মিতভাবে রুশ বাহিনীর হামলার শিকার হয়ে আসছে।
গভর্নর বলেন, রাশিয়া এই অঞ্চলে ৫০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। যার ফলে কয়েক ডজন আবাসিক ভবন, একটি গির্জা এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভর্নর ওলেগ কিপার সোশ্যাল মিডিয়ায় বলেন রশিয়ার হামলায় ২৩ জন আহত হয়েছে। তিনি বলেন, ‘নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে দুটি শিশু এবং একজন গর্ভবতী নারী রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ জনকে উদ্ধার করেছেন, তবে আরও মানুষ সেখানে আটকা থাকতে পারে।
সাম্প্রতিক সময়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশজুড়ে লাখ লাখ ইউক্রেনীয় মানুষের ঘরে বিদ্যুৎ, আলো ও তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে।