মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬, মাঘ ১৪ ১৪৩২, ০৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা নির্বাচন অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম-২: বিএনপির সরোয়ারের ভোটের পথ খুলল মুস্তাফিজকে খেলতে না দেওয়া ‘চরম অপমান’: জামায়াত আমির রাষ্ট্রপতি ভোট দেবেন পোস্টাল ব্যালটে ডাকসু ‘মাদকের আড্ডা-বেশ্যাখানা’: সেই জামায়াত নেতা বহিষ্কার একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারিই, কমবে স্টল ভাড়া আজ ময়মনসিংহ, গাজীপুর ও উত্তরায় তারেক রহমানের নির্বাচনী জনসভা প্রবাসীদের সাড়ে ২১ হাজার ব্যালট দেশে পৌঁছেছে তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ২০

রাজনীতি

তারেকের জনসভা: মিছিলে মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী

 প্রকাশিত: ১৪:১৫, ২৭ জানুয়ারি ২০২৬

তারেকের জনসভা: মিছিলে মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে ময়মনসিংহ নগরী মিছিলে মিছিলে মুখরিত।

দলের নেতাকে স্বাগত জানিয়ে মঙ্গলবার দুপুর থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে জড়ো হচ্ছেন।

এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়- ‘ময়মনসিংহের মাটিতে, তারেক তোমায় স্বাগতম’, ‘ময়মনসিংহের মাটি, তারেক জিয়ার ঘাঁটি’ ইত্যাদি।

দুপুর থেকে নগরীর বিভিন্ন অলিগলিতে শুরু হয় মিছিল। সাড়ে ১২টার দিকে আনন্দমোহন সরকারি কলেজ থেকে ছাত্রদলের একটি মিছিল নিয়ে সার্কিট হাউস মাঠে প্রবেশ করে।

আনন্দমোহন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল ইসলাম মুন বলেন, “আমরা সব শিক্ষার্থীর পক্ষ থেকে তারেক রহমানকে ময়মনসিংহের মাটিতে স্বাগত জানাচ্ছি। তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে এদেশের উন্নয়ন। ফিরে আসবে মানুষের প্রত্যাশিত গণতন্ত্র।”

এর পরই জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্বে নগরীর নতুন বাজার থেকে একটি মিছিল সার্কিট হাউস মাঠে প্রবেশ করে।

মহিলা দলের কর্মী ফারজানা শারমিন বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান ময়মনসিংহে আসছেন। এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে নির্বাচন-পূর্ব সমাবেশে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাবেন।”

ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বলেন, “বিভিন্ন ইউনিট থেকে দুপুরের পর থেকেই সার্কিট হাউজ মাঠে মিছিল আসা শুরু করেছে। জনসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হবে। সমাবেশ থেকে তারেক রহমান ভোট চাইবেন সাধারণ মানুষের কাছে।”