বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

জনসংযোগের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ পাঁচ ব্যাংক অকার্যকর ঘোষণা, ভেঙে দেওয়া হলো পর্ষদ মূল্যস্ফীতি কমে ৮.১৭%, ৩৯ মাসের সর্বনিম্ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ মৃত্যু মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা পদ ছেড়ে ভোট করবো: অ্যাটর্নি জেনারেল এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম নাসার নজরুল কাঠগড়ায় বসতে চাইলেন টুল ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়ল ২৩ দোকান বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি টাইফুন কালমায়েগির তাণ্ডব, ফিলিপিন্সে অর্ধ শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক

ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি

 প্রকাশিত: ১৪:২৯, ৬ নভেম্বর ২০২৫

ফিলিপাইনে কালমেগির প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ১১৪ জনের প্রাণহানি

টাইফুন কালমেগির প্রভাবে মধ্য ফিলিপাইনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১শ’ ১৪ জনের প্রাণহানি ও ১শ’ ২৭ জন নিখোঁজ রয়েছে। 

বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে এ কথা বলা হয়েছে। 

চলতি সপ্তাহে সেবু প্রদেশের শহরগুলোতে রেকর্ড পরিমাণ বন্যা দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যার পানির স্রোতে গাড়ি, এমনকি বিশাল জাহাজের কন্টেইনারও ভেসে গেছে। ঝড়টি এখন ভিয়েতনামের দিকে সরে যাচ্ছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতীয় নাগরিক প্রতিরক্ষা অফিস বৃহস্পতিবার ১শ’ ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যদিও সেবুর প্রাদেশিক কর্তৃপক্ষ কর্তৃক রেকর্ড করা অতিরিক্ত ২৮ জনের মৃত্যুর সংখ্যা এতে অন্তর্ভুক্ত করা হয়নি। 

সেবু সিটির কাছে অবস্থিত লিলোয়ান শহরের বন্যার্ত এলাকা থেকে ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বন্যার পানিতে একটির ওপর আরেকটি গাড়িকে স্তূপীকৃত অবস্থায় ও ভবনের ছাদ ভেঙে পড়া দেখেছেন। স্থানীয় বাসিন্দারা কাদামাটি থেকে বের হওয়ার চেষ্টা করছেন।

বন্যার ফলে লিলোআনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার আশ্রয়শিবিরে আশ্রয় নিয়েছে। এলাকাটিতে জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ লেফটেন্যান্ট স্টিফেন পোলিনার বুধবার এএফপিকে বলেন, পাশের নেগ্রোস দ্বীপে, কালমেগির ভারী বৃষ্টিপাতের ফলে আগ্নেয়গিরির ছাইভস্ম ও জমাট কাদা প্রবাহ গলে গেছে।

এই ছাইভস্ম ও কাদা প্রবাহ ক্যানলাওন শহরের ঘরবাড়িকে চাপা দিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগটিতে নেগ্রোস দ্বীপে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে।

পোলিনার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, বৃষ্টি নামতেই গত বছরের অগ্ন্যুৎপাতের পর কানলাওনের উঁচু অংশে জমে থাকা আগ্নেয় পদার্থগুলো নিচের গ্রামগুলোর দিকে ধসে পড়ে।

আকস্মিক এই ভূমিধস ও কাদার স্রোতে কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

টাইফুন আঘাত হানার ২৪ ঘণ্টা আগে সেবু সিটির আশপাশের এলাকা ১৮ দশমিক ৩ সেন্টিমিটার বৃষ্টিতে প্লাবিত হয়েছিল। 

মঙ্গলবার, প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়েট্রো পরিস্থিতিকে ‘বিধ্বংসী’ ও ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন।