বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫, কার্তিক ৮ ১৪৩২, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

আন্তর্জাতিক

প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র

 প্রকাশিত: ১৫:১৬, ২৩ অক্টোবর ২০২৫

প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র

প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মিশরের মধ্যে যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই সম্মেলনে একাধিক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্যে রয়েছে কায়রোর জন্য অতিরিক্ত ৪ বিলিয়ন ইউরো (৪.৬ বিলিয়ন ডলার) সহায়তা।

বেলজিয়াম থেকে এএফপি এ খবর জানায়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা বেশকিছু চুক্তি সই করব, যা মিশরে আরও ব্যবসার সুযোগ সৃষ্টি করবে।’

এই চুক্তিগুলো ২০২৪ সালের মার্চে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিকতা। কারণ, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ মিশরের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ইইউ।

প্রথম কিস্তি হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরেই ১ বিলিয়ন ইউরো দেওয়া হয়েছিল। নতুন চুক্তির ফলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৫ বিলিয়ন ইউরো।

ইইউ আরও জানায়, ইউরোপের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে আরও ১.৮ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে। এছাড়া ৬০০ মিলিয়ন ইউরো নির্দিষ্ট প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে, যার মধ্যে ২০০ মিলিয়ন ইউরো অভিবাসন নিয়ন্ত্রণে ব্যয় হবে।