বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫, কার্তিক ৮ ১৪৩২, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

পলাতক আসামি প্রার্থী হতে পারবে না, সংশোধিত আরপিও অনুমোদন কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, জনগণ সেই ফাঁদে পা দেবে না: মির্জা ফখরুল ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৬৩ হাজার ছাড়াল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারে যা প্রমাণ করেছি সেটা সন্দেহাতীত : এটর্নি জেনারেল হাসিনা পালিয়ে যাননি, চলে যেতে বাধ্য করা হয়েছে: আইনজীবী টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ-হালাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টোগো বাস দুর্ঘটনায় ৫ ফরাসি দাতব্য কর্মী নিহত ক্যাম্বোডিয়ায় সাইবার জালিয়াতির অভিযোগে দ. কোরিয়ার ৫৭ ও চীনের ২৯ জন নাগরিক গ্রেফতার প্রথম যৌথ সম্মেলনে মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তা ইইউ’র ট্রাইব্যুনালে হাসিনার রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির রোববারের মধ্যে যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ প্যাসিফিক জিনসের আট কারখানা সচল, মালিক-শ্রমিক-পুলিশে স্বস্তি প্রবাসী করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল সহজ হল জুলাই আন্দোলন: ইরেশ যাকেরকে অব্যাহতি দিতে দেখানো হলো তিন কারণ আরও ৩০ ফিলিস্তিনির লাশ হস্তান্তর করল ইসরায়েল কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি, দেশের মাটিতে বিদায় নিতে চাই: সাকিব

আন্তর্জাতিক

ভুয়া ভিডিও ঠেকাতে এআই নিয়ম কঠোর করার পরিকল্পনা ভারতের

 আপডেট: ১৪:৫৮, ২৩ অক্টোবর ২০২৫

ভুয়া ভিডিও ঠেকাতে এআই নিয়ম কঠোর করার পরিকল্পনা ভারতের

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে ভুল তথ্য এবং ভুয়া (ডিপফেক) ভিডিওর সম্প্রচার রোধ করার লক্ষ্যে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের জন্য ব্যাপক নতুন নিয়মকানুন প্রস্তাব করেছে।

ডিপফেক হচ্ছে— ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোন ব্যক্তির মুখ, কণ্ঠ ও শরীরকে পরিবর্তন করে অন্য কোন ব্যক্তির মত করে তৈরি করা ভিডিও।

ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ‘কৃত্রিম মিডিয়া তৈরি বা তৈরির জন্য ব্যবহৃত প্রযুক্তির ক্রমবর্ধমান অপব্যবহার’— উল্লেখ করে প্রস্তাবিত সংশোধনী ঘোষণা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বুধবার রাতে জারি করা মন্ত্রণালয়ের একটি ব্রিফিং নোটে বলা হয়েছে, ‘সাম্প্রতিক ডিপফেক অডিও, ভিডিও ও সিন্থেটিক মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার ঘটনাগুলো প্রমাণ করেছে যে জেনারেটিভ এআই বিশ্বাসযোগ্য মিথ্যা তৈরির সম্ভাবনা তৈরি করে।’

এতে আরও বলা হয়েছে, ‘এই ধরনের বিষয়বস্তু ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার, সুনাম নষ্ট করার ও নির্বাচনকে প্রভাবিত করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।’

ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া অনুসারে, ভারতে ৯০ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। চীনে আরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। তবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য ভারত অধিকতর উন্মুক্ত।

সরকার ইতোমধ্যেই ‘সহযোগ’ নামে একটি অনলাইন পোর্টাল চালু করেছে। হিন্দি ভাষায় এর অর্থ হচ্ছে- ‘সহযোগিতা’। এর লক্ষ্য হল এক্স ও ফেসবুক-এর মতো কন্টেন্ট মধ্যস্থতাকারীদের কাছে সরকারি নোটিশ পাঠানোর প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা।

এই প্রস্তাবিত সংশোধনীগুলো লেবেলিং, ট্রেসেবিলিটি ও জবাবদিহিতার জন্য একটি স্পষ্ট আইনি ভিত্তি প্রদান করবে।

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে প্রধান এআই সংস্থাগুলো চলতি বছর দেশটিতে এআই প্রযুক্তি সম্প্রসারণের বিষয়ে ঘোষণার ঝড় তুলেছে।

চলতি মাসে মার্কিন স্টার্টআপ অ্যানথ্রপিক জানিয়েছে, তারা ভারতে একটি অফিস খোলার পরিকল্পনা করছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।

ওপেনএআই জানিয়েছে, তারা ভারতে একটি অফিস খুলবে।

প্রতিষ্ঠানটির প্রধান স্যাম অল্টম্যান জানিয়েছেন, দেশটিতে চ্যাটজিপিটি ব্যবহার গত বছরের তুলনায় চারগুণ বেড়েছে।