রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৭ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’ জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দুয়েক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ পাবনা ১ ও ২ আসনে ভোট স্থগিতের নির্দেশ ‘নভেম্বর’ থেকেই এলপি গ্যাসের সংকট, ‘জানানো হয়নি’: হাসিন পারভেজ ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ: ফখরুল আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ ‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিয়ার হামলা ইউক্রেন ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক নরসিংদী কারাগারের লুট হওয়া ২৭ অস্ত্র-গুলি লাপাত্তা, ভোট নিয়ে শঙ্কা কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান গোলমালকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে: আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক

ভিয়েতনামে টাইফুন ইয়াগিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

 প্রকাশিত: ১০:২০, ১২ সেপ্টেম্বর ২০২৪

ভিয়েতনামে টাইফুন ইয়াগিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

উত্তর ভিয়েতনামে তাইফুন ইয়াগির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সরকার একথা জানায়। খবর এএফপি'র।

কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক রিপোর্টে বলেছেন,  এতে প্রায় ১২৮ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী তাইফুন।

শনিবার ঘণ্টায় ১৪৯কিলোমিটার (৯২ মাইল)-এর বেশি গতিবেগে আঘাত হানার পর তাইফুনটি অনেক সেতু জভেঙে দিয়েছে, ভবনের ছাদে ফাটল ধরিয়েছে এবং বহু কল-কারখানা ক্ষতিগ্রস্ত করেছে।

এর ফলে দেশের উত্তরাঞ্চল মারাত্মক বন্যার সাথে কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে  সরে যেতে  বাধ্য হয়েছে। অনেকে  বিদ্যুৎ বিচ্ছিন্নতার সাথে লড়াই করছে। হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জানান, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৫ লাখ হাঁস-মুরগির পাশাপাশি ২৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে।