বুধবার ২১ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কমিশনের প্রতিবেদন পেশ, সর্বনিম্ন বেতন ২০,০০০ সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা আইসিসি সভায় ভোটের রায় বাংলাদেশের বিপক্ষে নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা ‘ব্যয় নির্বাহের জন্য’ আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার রোজার আগেই এলপিজির সমস্যার সমাধান: জ্বালানি উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

আন্তর্জাতিক

ভিয়েতনামে টাইফুন ইয়াগিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

 প্রকাশিত: ১০:২০, ১২ সেপ্টেম্বর ২০২৪

ভিয়েতনামে টাইফুন ইয়াগিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

উত্তর ভিয়েতনামে তাইফুন ইয়াগির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সরকার একথা জানায়। খবর এএফপি'র।

কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক রিপোর্টে বলেছেন,  এতে প্রায় ১২৮ জন এখনও নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের মধ্যে উত্তর ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী তাইফুন।

শনিবার ঘণ্টায় ১৪৯কিলোমিটার (৯২ মাইল)-এর বেশি গতিবেগে আঘাত হানার পর তাইফুনটি অনেক সেতু জভেঙে দিয়েছে, ভবনের ছাদে ফাটল ধরিয়েছে এবং বহু কল-কারখানা ক্ষতিগ্রস্ত করেছে।

এর ফলে দেশের উত্তরাঞ্চল মারাত্মক বন্যার সাথে কবলে পড়েছে, বেশ কয়েকটি জনপদ আংশিকভাবে পানির নিচে রয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে  সরে যেতে  বাধ্য হয়েছে। অনেকে  বিদ্যুৎ বিচ্ছিন্নতার সাথে লড়াই করছে। হ্যানয়ের উপকণ্ঠে একটি এলাকায় ১৫ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা জানান, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৫ লাখ হাঁস-মুরগির পাশাপাশি ২৫০০ শূকর, মহিষ ও গরু মারা গেছে।