শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক

ট্রাম্পের সমাবেশে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যাক্তি এক ‘সুপারহিরো’

 প্রকাশিত: ১৫:৪৪, ১৫ জুলাই ২০২৪

ট্রাম্পের সমাবেশে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যাক্তি এক ‘সুপারহিরো’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকধারীর গুলিতে নিহত ব্যাক্তির নাম কোরি কম্পেরেটোর। তিনি ছিলেন (৫০) একজন অগ্নিনির্বাপক এবং দুই কন্যার পিতা। তিনি তার পরিবারকে গুলির হাত থেকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার নাম ছিল কোরে কম্পারেটর।

শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর তার মেয়ে অ্যালিসন ফেসবুক পোস্টে বলেছেন, কম্পেরেটর ‘একজন বাস্তব জীবনের ‘সুপারহিরো’ ছিলেন।

অ্যালিসন বলেছেন, ‘তিনি আমার মা এবং আমাকে মাটিতে ছুঁড়ে ফেলেছিলেন (এবং) আমাদের দিকে আসা বুলেট থেকে আমাদেরকে রক্ষা করতে নিজেকে মানবঢাল হিসিবে ব্যাবহার করেছিলেন।’

তিনি তার বাবাকে ‘এক জন সেরা বাবা’ হিসেবে বর্ণনা করেছেন। যিনি সর্বদা যে কাউকে সাহায্য করতে প্রস্তুত তাকে দ্রুত বন্ধু হিসাবে মেনে নিতেন।’

কম্পেরেটোরের এক বোন রোববার ফেসবুকে একটি পোস্টে বলেছেন, ‘আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দিন।’

‘যে বন্দুকধারী একজন মানুষের জীবন কেড়ে নিয়েছে তার প্রতি ঘৃনা প্রকাশ করছি, কারণ ‘আমরা আমাদের ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসতাম।’

পিটসবার্গ পোস্ট-গেজেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কম্পেরেটর পূর্বে বাফেলো শহরতলীর ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পেনসিলভানিয়ার গভর্নর কম্পেরেটরকে একজন বীর হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন তিনি তার সম্মানে রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রেখেছেন।

গভর্নর জোশ শাপিরো সাংবাদিকদের বলেন, ‘গত রাতে আমরা একজন পেনসিলভানিয়ানকে হারিয়েছি।’

তিনি বলেন, কম্পেরেটর একজন গির্জাগামী অগ্নিনির্বাপক কর্মী যিনি ‘তার সম্প্রদায় এবং বিশেষকরে তার পরিবারকে ভালোবাসতেন।’

শাপিরো আরো বলেছেন, ‘কোরি সাবেক প্রেসিডেন্টের একজন কট্রর সমর্থক ছিলেন।’
বন্দুকধারী (২০) থমাস ম্যাথিউ ক্রুকস হিসাবে চিহ্নিত। তার বাসা বেথেল পার্কের কাছাকাছি। একজন সিক্রেট সার্ভিস স্নাইপারের গুলিতে নিহত হয়েছে।