শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, পৌষ ২৬ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

ব্রেকিং

২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

মার্কোস জুনিয়র ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন

 প্রকাশিত: ১৮:০২, ৩০ জুন ২০২২

মার্কোস জুনিয়র ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন

ফিলিপাইনের প্রয়াত একনায়ক ফার্ডিন্যান্ড মার্কোসের পুত্র বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। দেশের সর্বোচ্চ এ পদ ফের দখলে দীর্ঘ এক দশক ধরে প্রচেষ্টা চালানোর পর তিনি এ পদে অধিষ্টিত হলেন। খবর এএফপি’র।

৬৪ বছর বয়সী ফার্ডিন্যান্ড ‘বাংবাং’ মার্কোস জুনিয়র গত মাসের নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। ১৯৮৬ সালে গণআন্দোলনে তার বাবা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এটি তাদের সবচেয়ে বড় বিজয় অর্জন।

আর এই জয়ের মধ্যদিয়ে তিনি ব্যাপক জনপ্রিয় রদ্রিগো দুতার্তের উত্তরাধিকারী হলেন। তবে দুতার্তে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তার মাদক বিরোধী ব্যাপক যুদ্ধের এবং সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের হত্যার হুমকি দেয়ায় তিনি আন্তর্জাতিক অখ্যাতি অর্জন করেন।

মার্কোস জুনিয়র স্থানীয় হাজারো মানুষের ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের সামনে দুপুরে (গ্রিনিচ মান সময় ০৪০০) শপথ গ্রহণ করেন। বিদেশি ব্যক্তিবর্গের মধ্যে চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান ও মার্কিন সেকেন্ড জেন্টেলম্যান ডগলাস ইমহোফ উপস্থিত ছিলেন।

এ শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজধানীজুড়ে ১৫ হাজারেরও বেশি পুলিশ, সৈন্য ও কোস্টগার্ড মোতায়েন করা হয়।
শপথ গ্রহণের আগে দুতার্তে মলাকানাং প্রেসিডেন্ট প্রাসাদে মার্কোস জুনিয়রকে স্বাগত জানান। মার্কোস পরিবার ৩৬ বছর আগে এ প্রাসাদ থেকে বিদেশে পালিয়ে যান।