বুধবার ২১ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা বাংলাদেশের সমর্থনে আইসিসিতে চিঠি পিসিবির ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী সংসদ নির্বাচন: প্রচারে নামার আগে মার্কা নিচ্ছেন প্রার্থীরা ‘ছোট’ প্রযুক্তিগত সমস্যা: ট্রাম্পের দাভোসগামী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

স্বাস্থ্য

করোনার সংক্রমণ বেড়েছে ২ শতাংশ, নতুন শনাক্ত ৬১৪

 আপডেট: ২১:৪৪, ২১ সেপ্টেম্বর ২০২২

করোনার সংক্রমণ বেড়েছে ২ শতাংশ, নতুন শনাক্ত ৬১৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে ২ শতাংশ। মঙ্গলবার করোনায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৩ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, আজ ৪ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬১৪ জন। 

আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আগের দিন এই রোগে ৫ জন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৫ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫০০ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৫৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ০৭ শতাংশ।