শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: ফখরুল আমজনতার দলের নিবন্ধন অবশ্যই প্রাপ্য: রিজভী ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ পাখি খাদ্যের ঘোষণা দিয়ে পাকিস্তান থেকে পপি বীজ এনে ধরা মার্জারে যাওয়া ৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত জেমকন গ্রুপের পরিচালক আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমি জব্দ গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রয়োজনে ‘আঙুল বাঁকা করার’ হুমকি জামায়াতের বাংলাদেশে ‘আপাতত’ আসা হচ্ছে না জাকির নায়েকের হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি নেয়া শেষ লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের জামিন হাই কোর্টে দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিচার শুরু ময়মনসিংহে হত‍্যা মামলায় ৩ জনের ফাঁসি

বিনোদন

নতুন আরো চিত্রকর্ম নিয়ে প্যারিসে পুনরায় খুলছে পিকাসো জাদুঘর

 প্রকাশিত: ১২:৪১, ১০ মার্চ ২০২৪

নতুন আরো চিত্রকর্ম নিয়ে প্যারিসে পুনরায় খুলছে পিকাসো জাদুঘর

প্যারিসে আবারো  খুলছে পিকাসো জাদুঘর। বিখ্যাত স্প্যানিশ শিল্পী পিকাসোর  চিত্রের বৃহত্তম সংগ্রহশালা এই জাদুঘর মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে। আর এ প্রথমবারের মতো পিকাসোর সাবেক সঙ্গী ফ্রাঙ্কোয়েস গিলটের প্রতিও জানানো হচ্ছে শ্রদ্ধা।

জাদুঘরের ২২টি রুমে নতুন নির্বাচিত ৪শটি চিত্র প্রদর্শিত হচ্ছে। আর্কাইভে সংরক্ষিত প্রায় দুই লাখ আইটেম থেকে এগুলো নেয়া হয়েছে যার মধ্যে তার সারাজীবন ধরে আঁকা দুহাজার চিত্র ও ১১ হাজারেরও বেশি ড্রইং রয়েছে। এ সকল চিত্রকর্ম ব্লু, পিংক, কিউবিস্ট থেকে শুরু করে সুররিয়্যালিস্টসহ সকল সময়েরই প্রতিনিধিত্ব করছে।

পিকাসোর শুরু  থেকে ১৯৭৩ সালে মৃত্যু পর্যন্ত তার ক্রমবিকাশের ধারাটি জাদুঘরে প্রদর্শিত তার কর্মের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

এদিকে এ প্রথমবারের মতো  চিত্রশিল্পী গিলটের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে জাদুঘরের একটি পুরো  রুমই তার জন্যে বরাদ্দ করা হয়েছে। গিলট ১০১ বছর বয়সে ২০২৩ সালের জুন মাসে মারা যান। গিলট ১৯৫৩ সাল পর্যন্ত প্রায় এক দশক পিকাসের সাথে ছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে।

নিউইয়র্কের মেট্রোপলিটন জাদুঘরেও গিলটের চিত্রকর্ম রয়েছে।

গিলট ১৯৬৫ সালে ‘লিভিং উইথ পিকাসো’ নামে একটি বইয়ে পিকাসোর জীবনের নানা দিক প্রকাশ্যে আনেন।

পিকাসো জাদুঘরের কাছেই এই শরতে একটি গবেষণা কেন্দ্রও চালু হবে জানােেলন জাদুঘরের পরিচালক সিসিলি ডেব্রে।